১০ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার

সিলেট মহানগরী জামায়াতের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ধনী-গরীবের বৈষম্য দূর করে দারিদ্রমুক্ত সমাজ গঠনই জামায়াতের মূল লক্ষ্য- অধ্যাপক মুজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মূল লক্ষ্য। সঠিকভাবে যাকাত আদায় না হওয়ায় দরিদ্র মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জামায়াতে ইসলামী ধনী-গরীবের বৈষম্য দূর করে সমাজ থেকে দারিদ্রতা দূর করতে প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় যাকাত সংগ্রহ করে তা দিয়ে গঠিত জনকল্যাণ তহবিল থেকে দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন, রিক্সা-ভ্যান গাড়ীসহ জীবিকা নির্বাহের বিভিন্ন উপকরণ বিতরণ করে থাকে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”

৯ ফেব্রুয়ারি শুক্রবার সিলেট মহানগরী জামায়াতের জনকল্যাণ তহবিল থেকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অসহায় দরিদ্র মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগরীর নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ ও সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব প্রমূখ।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “বর্তমান সমাজ ও অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দূর করা একটা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। দারিদ্রতা দূর করার পূর্বশর্ত হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ ও জনকল্যাণমুখী অর্থব্যবস্থা। জামায়াত যে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে তার মূলে রয়েছে জনকল্যাণমুখী যাকাতভিত্তিক অর্থব্যবস্থা। শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য যাকাত প্রদানের সংষ্কৃতি থেকে বেরিয়ে এসে কর্মসংস্থান সৃষ্টির বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত না থাকায় শ্রেণী বৈষম্য দিন দিন বেড়ে চলেছে। সামাজিক বৈষম্যের কারণে সুবিধাবঞ্চিত মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। অথচ সমাজের সামর্থবান মানুষ এগিয়ে আসলে এই বৈষম্য নিমিষেই দূর হয়ে যেতো। ইসলামের সুমহান শিক্ষার আলোকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। জামায়াত ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের মাধ্যমে সামাজিক বৈষম্য দূর করতে কাজ করছে। মানবতার কল্যাণে জামায়াতের কর্মতৎপরতা সবসময় অব্যাহত থাকবে।”

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “ইসলামী আন্দোলনে কর্মীদের একমাত্র লক্ষ্য মানবতার কল্যান সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। হকের পথে চলতে গিয়ে বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরকে সীমাহীন জেল জুলুম ও শাহাদাতের অমিয় সুধা পান করতে হয়েছে। তবুও জামায়াতকে দমিয়ে রাখা যায়নি। কারণ ইসলামী আন্দোলনের কর্মীদের যেকোন পরিস্থিতিতে আর্তমানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। দারিদ্র দূরীকরণ ও মানবতার কল্যাণে জামায়াতের দারিদ্র বিমোচন কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে দারিদ্র বিমোচনের লক্ষ্যে ২০ জন নারী ও পুরুষের মাঝে সেলাই মেশিন তুলে দেয়া হয়।