২৯ জুন ২০১৯, শনিবার

মায়ের জানাযায় ছেলে আব্দুল্লাহিল আমান আল আযামীকে হাজির করানোর জন্য সরকারের কাছে আন্তরিকভাবে আহবান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর, ভাষা সৈনিক, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লার (আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করুন) সহধর্মীনি বেগম আফিফা আযম (৮৭)-এর জানাযায় চতুর্থ ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযামীকে হাজির করানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৯ জুন এক বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, “প্রায় ৩ বছর আগে বেগম আফিফা আযমের চতুর্থ ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আল আযামীকে তার বাড়ী থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে জোরপূর্বক উঠিয়ে নেয়া হয়। এখন পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। আব্দুল্লাহিল আমান আল আযামী তার বৃদ্ধা মায়ের সেবা করতেন। তাকে উঠিয়ে নেয়ার পর বৃদ্ধা আফিফা আযম সন্তান হারানোর বেদনায় দারুন মানসিক কষ্টে ভুগছিলেন। তার প্রিয় সন্তানের মুখ তিনি আর দেখতে পেলেন না।

যেহেতু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে বাড়ী থেকে তুলে নেয়া হয়েছে তাই মানবিক কারণে তাকে তার মায়ের জানাযায় হাজির করার জন্য সরকারের প্রতি আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। তাই আমি আশা করি মানবিক কারণে সরকার আব্দুল্লাহিল আমান আল আযামীকে তার মায়ের জানাযায় হাজির করার ব্যবস্থা করবেন। সরকার আন্তরিক হলে এটা সম্ভব বলে আমরা মনে করি।”