দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের ঘটনার বিষয়ে ২৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় সাংবাদিকদের ব্রিফ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
ব্রিফিংয়ে গত রাত থেকে ২৩ জানুয়ারি শুক্রবার বিকেল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন বিষয় তিনি ধারাবাহিকভাবে তুলে ধরেন।
নরসিংদী-৪ (মনোহরদী)র সহকারী রিটার্নিং অফিসার মোহায়মেন আল জিহান-এর বিরুদ্ধে বিএনপির প্রার্থী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে।
গাজীপুর-৫ আসনে বিএনপির নেতাকর্মীরা জামায়াতসহ ১০ দলের নেতাকর্মীদের হুমকি-ধামকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং নির্বাচনী কর্মীদেরকে জোর করে বিএনপির প্রচার মিছিলে যেতে বাধ্য করছে। গাজীপুর-৫ আসনে পিভিসি বিলবোর্ড ব্যানার বড় সাইজের করছে, যা আচরণবিধি লঙ্ঘন।
বিএনপির নেতাকর্মীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের নারী কর্মীদের নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, হামলা করছে এবং যানবাহন ভাঙচুর করছে ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। নারী কর্মীদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করছে এবং ‘চোর ধরা পড়েছে’ বলে মব তৈরি করছে।
হবিগঞ্জ-৩ আসনে দলীয় প্রধান ছাড়া অন্যান্য প্রয়াত রাজনৈতিক নেতৃবৃন্দের ছবি ব্যবহার করছে, যা আচরণবিধি লঙ্ঘন।
ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে।
ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নে জামায়াতের নারী কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে।
লক্ষ্মীপুর-৩ (ভবানীগঞ্জ) ড. রেজাউল করিমের নির্বাচনী প্রচার সামগ্রী বিতরণ ও ফেস্টুন লাগানোর সময় স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা বাধা প্রদান করেন এবং জামায়াতের কর্মীদের আহত করেন।
কুমিল্লা-৯ আসনের মৈশাতুয়া ইউনিয়নের শমসেরপুর গ্রামে গণসংযোগ চলাকালে জামায়াতকর্মী খলিলুর রহমান লিটনকে আহত করা হয়েছে।
এছাড়াও আমীরে জামায়াতের উত্তরবঙ্গ সফর নিয়ে ব্রিফ করা হয়।