চট্টগ্রামের হাটহাজারীর প্রবীণ আলেম, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও আমেলা সদস্য মাওলানা ইউনুস (রহ.) এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ২৮ জুলাই এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, মাওলানা ইউনুস (রহ.) এর ইন্তিকালে জাতি একজন প্রবীণ আলেমে দ্বীনকে হারাল। তিনি ইসলামের বহু খেদমত করে গিয়েছেন। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।