৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৪:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অপরাধপ্রবণতা বেড়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হলের কক্ষে অস্ত্র ও মাদক রাখা, ছিনতাই, চাঁদাবাজি, মারধর, হামলা ও যৌন হয়রানির মতো অপরাধের হার বেড়েছে। গত পাঁচ বছরে এসব অপরাধের দায়ে বিভিন্ন মেয়াদে ৫২ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে শুধু ২০২৩ সালে বহিষ্কৃত হন ২৪ শিক্ষার্থী। আর চলতি বছরের প্রথম দুই মাসে ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের বেশির ভাগই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
২০১৯ সালে পাঁচজন, ২০২০ সালে ১৭ জন, ২০২১ সালে তিনজন এবং ২০২২ সালে তিনজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এর মধ্যে একজনকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনকে সাময়িক, ছয়জনকে ছয় মাসের জন্য, ১০ জনকে এক বছরের জন্য, দুজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

এঁদের মধ্যে প্রথম বর্ষের ২২ জন, দ্বিতীয় বর্ষের ১৪ জন এবং অন্যরা অন্যান্য বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দুই মাসে ১০ জন বহিষ্কৃত
চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আবাসিক হলে আটকে রেখে চাঁদাবাজি, ছিনতাই ও মারামারি এবং শতবর্ষ মনুমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করায় ১০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।

বিশ্লেষণে দেখা গেছে, চাঁদাবাজি, ছিনতাই, মারধরের মতো অপরাধের হার বেশি। পাঁচ বছরে ৫২ জনের মধ্যে ৪৩ জনকে এবং চলতি বছরে ১০ জনের মধ্যে ৯ জনকে এসব অপরাধের দায়ে বহিষ্কার করা হয়।

গত পাঁচ বছরে বহিষ্কৃত ৫২ শিক্ষার্থীর মধ্যে ৪০ জনই ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। অপরাধ সংঘটনের সময় ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে পদ ছিল ১৩ জনের, দুজন সাবেক নেতা এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ২৫ জন যুক্ত ছিলেন। এঁদের মধ্যে ২০১৯ সালের অক্টোবরে হাজী মুহম্মদ মুহসীন হলের ১২১ নম্বর কক্ষে পিস্তল, গুলি, দেশীয় ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও বিভিন্ন অবৈধ জিনিস রাখার ঘটনায় চারজনকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁদের মধ্যে দুজন হল শাখা ছাত্রলীগের নেতা আর দুজন সাবেক নেতা ছিলেন।

২০২০ সালের ফেব্রুয়ারিতে ট্রাকচালকের কাছে চাঁদাবাজির অভিযোগে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

তাঁরা হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। একই বছর রমনা কালীমন্দির গেটের ভেতরে মারামারি ও ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন হলের দ্বিতীয় বর্ষের ১৩ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁরাও ছাত্রলীগের রাজনীতি করতেন।

২০২১ সালে ছাত্রীদের সামনাসামনি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইল ফোনের মাধ্যমে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান হল কমিটির পদেও তিনি আছেন। একই বছর চাঁদাবাজির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীকে। তিনি হল শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক ছিলেন।

২০২২ সালের অক্টোবরে রাজু ভাস্কর্যের সামনে নারী শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মাস্টারদা সূর্য সেন হলের এক শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করা হয়। তিনি হল শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

২০২৩ সালের জানুয়ারিতে শিখা চিরন্তন গেটে চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় দুজনকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁদের একজন হল শাখা নেতা এবং আরেকজন কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। একই বছরে কাভার্ড ভ্যান আটকে চাঁদাবাজির ঘটনায় তিনজনকে সাময়িক বহিষ্কার করা হয়। তাঁরা বিজয় একাত্তর হল শাখা কমিটির কর্মী ছিলেন। একই বছর প্রলয় গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতাসহ বিভিন্ন অপরাধে ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। তাঁদের ১২ জন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

https://www.kalerkantho.com/print-edition/first-page/2024/04/04/1377356