২৮ ফেব্রুয়ারি ২০১৭, মঙ্গলবার, ১১:২৭

বঙ্গবন্ধু মেডিক্যালে আবারো নিয়োগ বাণিজ্য

অফিসার পদ বিক্রি হচ্ছে ৬ লাখে পিয়ন ৩ লাখ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএইউ) আবারো চলছে নিয়োগবাণিজ্য। কয়েক দিন আগে নার্স নিয়োগ নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে যাওয়ার রেশ কাটতে না কাটতেই স্থায়ী ও অস্থায়ী কিছু পদে লোক নিয়োগ দেয়া হচ্ছে বলে জানা গেছে। তবে এরসবই হচ্ছে ঘুষের বিনিময়ে। এখানে অফিসার পদ বিক্রি হচ্ছে ছয় লাখে আর পিয়নের চাকরি পেতে হলে দিতে হবে তিন লাখ। এমনটিই অভিযোগ সংশ্লিষ্টদের।

সূত্র জানিয়েছে, নিয়োগের বিপরীতে জাতীয় সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ার বিধান থাকলেও তা করা হয়নি। নোটিশ বোর্ডে ক্ষণিকের জন্য বিজ্ঞপ্তি টানানো হলেও এখন তার অস্তিত্ব নেই।

বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিয়োগের ব্যাপারটি সঠিক নয় বলে দাবি করা হয়। বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: এ বি এম আবদুল হান্নান এ প্রসঙ্গে জানিয়েছেন, এ মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ দেয়া হচ্ছে না। এমন কোনো বিজ্ঞাপনও দেয়া হয়নি জাতীয় কোনো পত্রিকায়।

তবে যারা অর্থের বিনিময়ে নিয়োগ দেবেন তারা জানিয়েছেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হতে পারে’ এমন বিধান আছে। সে বিধান অনুসারেই নিয়োগ দেয়া হবে। এ ব্যাপারে রেজিস্ট্রার বলেন, বিভাগগুলোর অভ্যন্তরীণ কিছু নিয়োগ দিতে হলে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে হয় না। তিনি নিশ্চিতভাবেই বলেন, ‘বড় কোনো পদে তো নয়ই, এন্ট্রি লেভেলের কোনো পদেও নিয়োগ দেয়া হচ্ছে না। তিনি বলেন, সব নিয়োগ তিনি দেখেন না; কিন্তু সব কিছু তাকে জানানো হয়।’

বিশ্ববিদ্যালয়ের সূত্রগুলো জানিয়েছে, নিয়োগ পেতে অফিস সহকারীর স্থায়ী পদে দিতে হবে ছয় লাখ টাকা, বেতন হবে ২৬ হাজার। অফিস সহকারী পদে মাস্টার রোলে তিন লাখ টাকা দিতে হবে। এদের বেতন হবে ২৩ হাজার টাকা। এই পদগুলোতে চাকরি নিতে হলে আগাম দিতে হবে স্থায়ী পদে দুই লাখ এবং মাস্টার রোলের জন্য এক লাখ টাকা।

এর বাইরে স্থায়ী এমএলএসএস পদের জন্য চাওয়া হচ্ছে তিন লাখ টাকা, মাস্টার রোলের এমএলএসএস পদের জন্য দুই লাখ টাকা। এদের বেতন হবে স্থায়ী পদে ১৬ হাজার টাকা ও অস্থায়ী পদে কিছুটা কম। এ পদের জন্য আগাম দিতে হবে ৫০ হাজার টাকা।

উল্লেখ্য, কিছু দিন আগে বিএসএমএমইউতে নার্স নিয়োগ নিয়ে ভিসি ও প্রোভিসির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তখন একজন প্রোভিসি অভিযোগ করেছিলেন, ভিসি তাকে শারীরিকভাবে হেনস্তা করেছেন, অবশ্য ভিসি অভিযোগ অস্বীকার করেছিলেন। নার্স নিয়োগ নিয়ে এ দ্বন্দ্ব এখনো অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

http://www.dailynayadiganta.com/detail/news/199563