৩১ ডিসেম্বর ২০১৬, শনিবার, ৩:৫৬

চাঁদা না দেয়ায় যাত্রী ছাউনি নির্মাণকাজ বন্ধ করে দিলো ছাত্রলীগ

সোস্যাল মার্কেটিং কোম্পানি-এসএমসির সৌজন্যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড় গেটের কাছে যাত্রী ছাউনির নির্মাণকাজ দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ নেতারা। গতকাল বিকেলে তারা এ কাজ বন্ধ করে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পার্কের মোড়সংলগ্ন গেটের পাশে এসএমসির লোকজন জয়া স্যানিটেশন বিজ্ঞাপন দিয়ে একটি যাত্রী ছাউনি নির্মাণ করছিল। শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ সহসভাপতি হাদিউজ্জামান হাদির নেতৃত্বে ছাত্রলীগ নেতারা গিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেয়ায় তারা কাজ বন্ধ করে দেয় এবং ওপরে লাগানো ছাউনিটি ফেলে দেয়। এ নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান শিশিরও নেতাকর্মীদের নিয়ে সেখানে জড়ো হন। একপর্যায়ে এসএমসির লোকজন সেখান থেকে চলে যায়। বর্তমানে যাত্রী ছাউনি নির্মাণকাজ বন্ধ আছে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এরশাদ আলী জানান, এসএমসি একটি যাত্রী ছাউনি নির্মাণ করছিল। নির্মাণের জন্য তারা ভিসির কাছ থেকে অনুমতিও নিয়েছিল; কিন্তু বিকেলে ছাত্রলীগের কিছু নেতা এসে কাজ বন্ধ করে দেয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. নুর-উন-নবী জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এসএমসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি সামাজিক উদ্যোগেও যদি এভাবে চাঁদা দাবি করা হয় তাহলে আর করার কী থাকে। বিষয়টি পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে।
http://www.dailynayadiganta.com/detail/news/183278