১৮ আগস্ট ২০১৭, শুক্রবার, ৭:৪৭

চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

১৭ আগস্ট, আরব নিউজ : ইসলামের সত্যতা, সহনশীলতা ও প্রগতিশীল নীতিসমূহকে উন্নীত করার লক্ষ্যে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের (এমডব্লিউএল) মহাসচিব মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসা।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত বিশ্বের ইসলামি বিশ্ববিদ্যালয়গুলোর ইন্টারন্যাশনাল কনফারেন্সে তিনি এই আহ্বান জানান।

ইন্দোনেশিয়ার আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় মুসলিম ওয়ার্ল্ড লীগ এই কনফারেন্সের আয়োজন করে।
আল ইসা জানান, ইসলামি সংহতিকে সংহত করতে এবং চরমপন্থা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
সম্মেলনে ইসলামিক প্রজন্মের কাছে ইসলামের সত্যিকারের তত্ত্ব ও নীতিমালা প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান আহমেদ হুসেন।
তিনি ছাত্রদের কাছে বিশুদ্ধ শিক্ষাগত বার্তা পাঠানোর জন্য ইসলামি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার প্রতি জোর দেন।
সম্মেলনে একটি চূড়ান্ত ইশতেহার প্রকাশ করা হয়ে। অংশগ্রহণকারীরা গ্লোবাল সেন্টার ফর এক্সট্রিমিস্ট আইডোলজি (জি সি ই এআই) -এর প্রচারাভিযানের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে রিয়াদে বাদশা সালমান এবং ইসলামি ৫৫টি দেশের নেতাদের উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছিল।

http://www.dailysangram.com/post/296515