১১ জানুয়ারি ২০২২, মঙ্গলবার, ৯:১৬

করোনা-ওমিক্রন বৃদ্ধিতে ভীড় বাড়ছে হাসপাতালে

ইবরাহীম খলিল : করোনা ভাইরাস এবং করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে আবারও বাড়ছে মৃত্যু এবং শনাক্তের হার। অন্যদিকে, ঠান্ডাজনিত রোগেও আক্রান্ত হচ্ছেন অনেকে। ফলে, দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রায় সাড়ে তিন মাস করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দেশে আবারো সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হয়েছে। প্রতিদিনই বাড়ছে মৃত্যু। মাস্ক না পরে ঘরের বাইরে যাওয়া এবং স্বাস্থ্যবিধি মানার প্রতি অবহেলার কারণেই প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ।

এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক জনসমাবেশ, ধর্মীয় অনুষ্ঠানাদি, বিয়ে, বনভোজন, পর্যটন কেন্দ্রে ভ্রমণ প্রভৃতি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার দির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শীতের রোগের পাশাপাশি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে হাসপাতালে দিন দিন রোগী বাড়ছে। আবারও করোনা সংক্রমণ বাড়ছে। তাই, করোনা সংকট মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি যেমন প্রয়োজন আছে, তেমনই সবচেয়ে বেশি জরুরি সংক্রমণ রুখে দেওয়া। মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েদুর রহমান খসরু মনে করেন, ঢাকায় মাস্ক পরা লোকের সংখ্যা প্রায় ৬০ থেকে ৭০ ভাগ হয়েছিল। কিন্তু গত ৩ থেকে ৪ মাসের মধ্যে সেটা আবার কমে ৫ থেকে ১০ ভাগে নেমে এসেছে। দেশে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা প্রায় ১৬ লাখ। মারা গেছেন ২৮ সহস্রাধিক। অন্যদিকে, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৩০ জন বলে জানা গেছে।

এদিকে রোগী বৃদ্ধির এই হার প্রভাব ফেলেছে হাসপাতালগুলোতে। সংখ্যায় খুব বেশি না হলেও এরই মধ্যে জটিলতা নিয়ে বাড়তে শুরু করেছে হাসপাতালমুখী রোগীর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় হাসপাতালগুলোর প্রস্তুতি যেমন প্রয়োজন আছে, তেমনি সবচেয়ে বেশি জরুরি সংক্রমণ রুখে দেওয়া। আর এ জন্য বিকল্প নেই স্বাস্থ্যবিধি মেনে চলার।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল করোনা আক্রান্ত তিনজন মারা গেছেন। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৮ হাজার ১০৫ জনে। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। ২৪ ঘন্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ২৩১ জন। গতকাল ২১ হাজার ৯৮০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৯১ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৯৩৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জন।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ১৮ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭১ জন। শনাক্তের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। আজ এই জেলায় একজন মারা গেছেন। ঢাকা বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে ১ জন মারা গেছেন। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২০৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।

জানা গেছে চট্টগ্রামে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ১১৯ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণের হার ৫ দশমিক ৮৫ শতাংশ। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।

সিভিল সার্জন কার্যালয়ের গতকালের রিপোর্ট থেকে জানা যায়, ফৌজদারহাট বি আইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল, এন্টিজেন টেস্ট ও নগরীর নয় ল্যাবে গতকাল রোববার ২ হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১১৯ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের ১০১ ও উপজেলার ১৮ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারী ও পটিয়ায় ৪, আনোয়ারায় ৩, রাঙ্গুনিয়া, সীতাকু- ও বোয়ালখালীতে ২ জন করে এবং সাতকানিয়ায় একজন রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ৩ হাজার ২০৩ জন। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৪ হাজার ৭৬৪ ও গ্রামের ২৮ হাজার ৪৩৯ জন।

সিলেটে করোনা ভাইরাসে একদিনে ৩২ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, সোমবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪.৮০ ভাগ। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৯ জন ও সুনামগঞ্জের ৩ জন বাসিন্দা রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মাসের শুরু অর্থাৎ ১ জানুয়ারি সিলেট বিভাগে করোনায় সংক্রমণের হার ছিল ১.৩১ ভাগ, ২ জানুয়ারি ০.৪২, ৩ জানুয়ারি ১.২০, ৪ জানুয়ারি ১.৫২ ভাগ। ৫ জানুয়ারি সংক্রমণের উল্লম্ফন দেখা যায়। সেদিন সংক্রমণের হার ছিল ৩.১৪ ভাগ। এরপর ৬ জানুয়ারি ২.৮৮ ভাগ, ৭ জানুয়ারি ১.৬১ ভাগ, ৮ জানুয়ারি ৩.০৯ ভাগ এবং ৯ জানুয়ারি ২.৮৫ ভাগ ছিল সংক্রমণের হার। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা এখন ৫৫ হাজার ২৩১ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৪৯ হাজার ৯৯০ জন এবং করোনায় মৃত্যুবরণ করছেন ১ হাজার ১৮৩ জন।

এদিকে দেশব্যাপী ওমিক্রন প্রতিরোধে ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। যা ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। গতকাল সোমবার সন্ধ্যায় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও দেশে এ রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১৩ জানুয়ারি ২০২২ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

https://dailysangram.info/post/477160