৭ জানুয়ারি ২০২২, শুক্রবার, ১:১৩

হলের সীমানায় শিক্ষা ভবন

ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

রাজধানীর সরকারি মাদরাসা-ই-আলিয়ার আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার শিক্ষার্থীরা আবারো পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসা এলাকায় আন্দোলনে নামেন। শিক্ষার্থীদের ভাষ্য, মাদরাসা শিক্ষা অধিদফতর অনৈতিকভাবে আলিয়া মাদরাসার আল্লামা কাশগরী হলের সীমানার ভেতরে অধিদফতরের ভবন নির্মাণ করতে গেলে শিক্ষার্থীরা বাধা দেন। মাদরাসার জায়গা দখল করার অপকৌশল হিসেবে এবং আন্দোলনকারী ছাত্রদের দমাতে হল বন্ধের এমন নাটকের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অবৈধ ভবন নির্মাণসহ হল বন্ধের হঠকারি সিদ্ধান্ত বাতিল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। দুই দিন ধরে তারা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঝামেলা এড়াতে হলের সামনে বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীরা হল প্রাঙ্গণে অধিদফতরের ভবন নির্মাণ না করাসহ পাঁচ দফা দাবি ঘোষণা করেছে। এর আগে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার পৃথক বিজ্ঞপ্তিতে হল বন্ধের ঘোষণা দেয় মাদরাসা কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের সাংবাদিকদের জানান, আমরা আলিয়া মাদরাসার শিক্ষার্থী। কিছু দিন পর আমাদের ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অবস্থায় প্রশাসন সম্পূর্ণ বেআইনিভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এবং অবৈধ ভবন নির্মাণের জন্য আমাদেরকে হল ছাড়ার জন্য নির্দেশ দিয়েছে। আমরা ভয়ভীতি ও শঙ্কা নিয়ে হলে অবস্থান করছি। তিনি বলেন, বাইরে অসংখ্য পুলিশ দাঁড়ানো। যেকোনো মুহূর্তে অস্থিতিশীল পরিবেশ এবং অনাকাক্সিক্ষত ঘটনার আশঙ্কা রয়েছে। তিনি সরকারসহ সংশ্লিষ্ট সবার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, অধিদফতরের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মাদরাসার বেশ কয়েকজন শিক্ষক বিরোধিতা করলে তাদের ওএসডি করে রাখা হয়েছে। এ ছাড়া বর্তমানে দায়িত্বরত অন্য শিক্ষকদেরও হুমকি দেয়া হচ্ছে; যেকোনো উপায়ে মাদরাসার জায়গায় ভবন নির্মাণ করবে বলে অধিদফতরের কর্মকর্তারা হুমকি দিয়েছেন।

আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি মাদরাসা-ই-আলিয়ার নিজস্ব জায়গায় মাদরাসা শিক্ষা অধিদফতরের ভবন নির্মাণে শিক্ষার্থীরা বাধা দেয়ায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস ও হল বন্ধের ঘোষণা দিয়েছে। এমন ঘোষণার প্রতিবাদে বুধবার সকাল থেকেই প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রেখেছে মাদরাসার শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও তারা আন্দোলন অব্যাহত রাখেন। শিক্ষার্থীরা বলেন, অধিফতরের ভবন নির্মাণের হঠকারী সিদ্ধান্ত বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ বিষয়ে আল্লামা কাশগরী হলের হল সুপার ও মাদরাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম খান সাংবাদিকদের বলেন, মাদরাসা অধিদফতর কাশগরী হলের সামনে ভবন নির্মাণ করতে গেলে শিক্ষার্থীরা বাধা দেয়া নিয়ে আন্দোলন শুরু হয়। কোনো ধরনের ঝামেলা এড়াতে কর্তৃপক্ষ হল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

মাদরাসা অধ্যক্ষ মো: আলমগীর রহমান সাংবাদিকদের বলেন, আল্লামা কাশগরী হলের সামনে মাদরাসা অধিদফতর একটি ভবন নির্মাণ করতে চায়। এ জন্য গত বছরের ২২ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী ও মাদরাসা ও কারিগরি বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে জায়গা পছন্দ করে গেছেন। তিনি আরো বলেন, বেশ কিছু দিন আগে ভবন নির্মাণের সাইনবোর্ড লাগাতে এলে শিক্ষার্থীরা বাধা দেয় ও মারমুখী আচরণ করে। এ কারণে ঝামেলা এড়াতে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে হল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

https://www.dailynayadiganta.com/last-page/634842