২৫ মার্চ ২০১৭, শনিবার, ৯:১৩

সব পক্ষের সাথে আলোচনা করেই তিস্তা চুক্তি : ভারতের পররাষ্ট্র দফতর

ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করে সব পক্ষের সাথে আলোচনা করেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র গোপাল বাগলে।
তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের সাথে কোনো আলোচনা করেনি বলে মমতা ব্যানার্জির মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বাগলে এ কথা বলেন। বাগলে বলেন, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি নই। তবে সরকার সব সময় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করে রাজ্যগুলোর সাথে আলোচনার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। রাজ্যগুলোর সহযোগিতা ছাড়া বাংলাদেশের সাথে স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা যেত না। সংশ্লিষ্ট সব পক্ষের সাথে কথা বলে ঐকমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিস্তার পানি বণ্টন চুক্তিও সব পরে সাথে কথা বলেই করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর সম্পর্কে মুখপাত্র বলেন, প্রকৃত অর্থেই এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্ক এই সফরে আরো দৃঢ় হবে। দুই দেশই উপকৃত হবে।
গত বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দকে দেয়া এক সাাৎকারে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গের স্বার্থকে প্রাধান্য দেয়ার পর কিছু করার থাকলে বাংলাদেশের জন্য তিনি করবেন। তিস্তা চুক্তি স্বারের ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকার তার সাথে কোনো আলোচনা করছে না বলে ােভ প্রকাশ করেন তিনি।

http://www.dailynayadiganta.com/detail/news/206600