১৮ জানুয়ারি ২০২১, সোমবার, ১২:১৭

এবার হাতিয়ায় সন্তানের সামনে মাকে বিবস্ত্র করে নির্যাতন

নোয়াখালীর হাতিয়ায় চর চানন্দিতে এক গৃহবধূকে সন্তানদের সামনে বিবস্ত্র করে নির্যাতন এবং তা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আদালত হাতিয়ার সহকারী পুলিশ সুপারকে ৭ কর্মদিবসের মধ্যে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ১ জানুয়ারি হাতিয়ার চানন্দি ইউনিয়নের আদর্শ গ্রামে স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে স্থানীয় বখাটে জিয়া ওরফে জিহাদ, ফারুখ, এনায়েত, ভুট্টো মাঝি ও ফারুক গৃহবধূকে সন্তানদের সামনে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালান। এ দৃশ্য তারা মোবাইলেও ধারণ করেন। এ সময় ওই গৃহবধূ ও তার সন্তানদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে বখাটেরা পালিয়ে যান। পরে বখাটেরা মোবাইলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ভিডিওতে দেখা যায়, বখাটেরা গৃহবধূকে বিবস্ত্র করে টেনে-হিঁছড়ে ঘরের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দিচ্ছেন। একজন পিটিয়ে গৃহবধূর ঘরের আসবাবপত্র ভাঙচুর করছেন। জানা যায়, ৪ জানুয়ারি ভিকটিম হাতিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলা গ্রহণ করেনি। তাই তিনি বাধ্য হয়ে পরদিন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন। বিচারক অভিযোগ আমলে নিয়ে হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুককে তদন্ত করে ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

হাতিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার গোলাম ফারুখ জানান, আদালতের নির্দেশ হাতে আসার পর শনিবার তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছে মামলার তদন্ত শুরু করেছেন। ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাসপুরের জয়কৃষ্ণপুরেও ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ নিয়ে দেশব্যাপী আন্দোলন শুরু হয়েছিল।

https://www.jugantor.com/todays-paper/last-page/384953