২৫ জুলাই ২০২০, শনিবার, ৩:২৩

নির্মূল হবে না করোনা

ভারতে এক দিনে আক্রান্ত ৪৯ হাজারের বেশি; করোনার ভয়ে সম্মেলন বাতিল ট্রাম্পের

আক্রান্ত : ১,৫৭,৩৫,৩২১ মৃত্যু : ৬,৩৭,৯৪৬
দেশ আক্রান্ত মৃত্যু
যুক্তরাষ্ট্র ৪১,৮৭,৮২৩ ১,৪৭,৫২৮
ব্রাজিল ২২,৯২,২৮৬ ৮৪,২৫১
ভারত ১৩,১৪,৬১৬ ৩০,৯৫৭
রাশিয়া ৮,০০,৮৪৯ ১৩,০৪৬
দ. আফ্রিকা ৪,০৮,০৫২ ৬,০৯৩
পেরু ৩,৭১,০৯৬ ১৭,৬৫৪
মেক্সিকো ৩,৭০,৭১২ ৪১,৯০৮
চিলি ৩,৩৮,৭৫৯ ৮,৮৩৮
স্পেন ৩,১৭,২৪৬ ২৮,৪২৯
ব্রিটেন ২,৯৭,১৪৬ ৪৫,৫৫৪
করোনাভাইরাস কখনোই নির্মূল হবে না। তবে সঠিক স্বাস্থ্যবিধি, হার্ড ইমিউনিটি এবং ভ্যাকসিনের মাধ্যমেই এই প্রাণঘাতী ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনটাই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডা: অ্যান্থনি ফাউসি। ফাউসি বলেন, আমি বিশ্বাস করি না যে, কোভিড-১৯ একেবারেই নির্মূল হয়ে যাবে। সার্স-১ এর মতো কোভিড-১৯ পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে না। তবে সঠিক স্বাস্থ্যবিধি, হার্ড ইমিউনিটি এবং ভ্যাকসিনের পথ অবলম্বন করে যুক্তরাষ্ট্র করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা করছি। খবর এএফপি, ব্লুুমবার্গ, বিবিসি, আনন্দবাজার, ডয়চে ভেলে, সিএনবিসি, রয়টার্স, কলকাতা ২৪, সিজিটিএন, ওয়ার্ল্ডোমিটারস, আল জাজিরা, আল অ্যারাবিয়া, এবিসি ডট নেট অস্ট্রেলিয়া, ইন্ডিয়াটাইমস ও এএফপির।

মহামারীর রাজনীতিকরণ বড় হুমকি : করোনাভাইরাসের এই চলমান সঙ্কটে মহামারীর রাজনীতিকরণই সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রিয়েসুস। স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। তিনি বলেন, তার (পম্পেও) মন্তব্য সঠিক নয়। তা মেনেও নেয়া যায় না। এমন কথা ভিত্তিহীন। আমাদের এই পুরো সংস্থা একটি দিকেই মনোনিবেশ করেছে, আর তা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। ওই সব মন্তব্যে ডব্লিউএইচও এই কাজে মনোযোগ হারাবে না। আন্তর্জাতিক সম্প্রদায় মনোযোগ হারাক তাও আমরা চাই না। কোভিড-১৯ কোনো সীমানা, আদর্শ কিংবা রাজনৈতিক দল মানে না। তাই রাজনীতিকে এখন কোয়ারেন্টিনে রাখা উচিত। পম্পেও সংস্থাটির প্রধানকেই আক্রমণ করে তিনি চীনের কাছে বিক্রি হয়ে গেছেন বলে মন্তব্য করেন।

ভারতে এক দিনে আক্রান্ত ৪৯ হাজারের বেশি : ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ। দেশটিতে প্রায় প্রতিদিনই করোনাভাইরাস শনাক্তের রেকর্ড গড়ছে-ভাঙছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৩১০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৮ হাজার ১৩০ জন। একই দিনে মৃত্যু হয়েছে ৭৪০ জনের। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৪৫ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ১৭ হাজার ২০৮ জন।

রেকর্ড বাজেট ঘাটতির মুখে অস্ট্রেলিয়া : নোভেল করোনাভাইরাসের কারণে গভীর ক্ষত তৈরি হয়েছে অর্থনীতিতে। আর সে ক্ষত সারাতে ব্যয় বাড়াতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া সরকার। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রেকর্ড বাজেট ঘাটতির আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে। কেবল চলতি বছরই নয়, আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত ব্যয় অব্যাহত রাখতে হবে বলে মনে করছে অস্ট্রেলিয়ার সরকার। এ কারণে আগামী বছরের ৩০ জুন শেষ হতে যাওয়া চলতি অর্থবছরে ১৮ হাজার ৪৫০ কোটি অস্ট্রেলীয় ডলার ঘাটতি দেখা যেতে পারে। গতকাল প্রকাশিত অর্থনৈতিক ও আর্থিক হালনাগাদ পরিসংখ্যানে এমন পূর্বাভাস দিয়েছে সরকার। গত ৩০ জুন সমাপ্ত সর্বশেষ অর্থবছরে দেশটির বাজেট ঘাটতি হিসাব করা হয়েছে ৮ হাজার ৫৮০ কোটি অস্ট্রেলীয় ডলার। চলতি অর্থবছরে অস্ট্রেলিয়ায় বাজেট ঘাটতি বাড়তে পারে ৯ হাজার ৮৭০ কোটি অস্ট্রেলীয় ডলার।

এবার ৩০ সেকেন্ডেই করোনা পরীক্ষা : কোভিড-১৯ পরীক্ষার জন্য বর্তমানে যে কিটগুলো পাওয়া যায় সেগুলোর রিপোর্ট পেতে বেশ সময় চলে যায়। তবে এবার করোনার অত্যাধুনিক র্যাপিড টেস্ট কিট তৈরির লক্ষ্য নিয়েছে ভারত এবং ইসরাইল। নতুন এ কিটে মাত্র ৩০ সেকেন্ডেই মিলবে করোনাভাইরাস পরীক্ষার ফল। ভারত-ইসরাইলের যৌথভাবে এই র্যাপিড টেস্ট কিট তৈরির কথা জানানো হয়েছে ইসরাইল দূতাবাসের পক্ষ থেকে। ভারতের বিজ্ঞানী কে বিজয় রাঘবন ও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সাথে যৌথভাবে র্যাপিড টেস্ট কিট তৈরি করা হবে।

অনলাইনে ক্লাসে ১০০ বিলিয়ন ডলারের ব্যবসা : করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই শিশুদের নিরাপত্তার কথা ভেবে বেশির ভাগ দেশেই স্কুল, কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার পর থেকেই অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে আসছে। মহামারীটি ল্যাপটপ, ডেস্কটপ ও কম্পিউটারসহ আনুষঙ্গিক পণ্যগুলোর বিক্রি বাড়িয়ে দেবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের খুচরা শিল্পের বৃহত্তম ট্রেড গ্রুপ ন্যাশনাল রিটেইল ফেডারেশন অনুমান করেছে, প্রাথমিক ও মাধ্যমিকের বাবা-মা প্রতি শিশুর জন্য গড়ে গত বছরের ৬৯৭ ডলারের তুলনায় এ বছর ৭৯০ ডলার ব্যয় করবেন। কলেজগামী শিশুদের পরিবারগুলো গত বছরের ৯৭৭ ডলারের তুলনায় গড়ে প্রায় ১ হাজার ৬০ ডলার ব্যয় করবে। স্কুল-কলেজের মোট ব্যয় গত বছরের ৮০ দশমিক ৭ বিলিয়ন ডলারের তুলনায় এ বছর ১০১ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছবে। এটা প্রথমবারের মতো ১০০ বিলিয়ন ডলার অতিক্রম করবে।

করোনার ভয়ে সম্মেলন বাতিল ট্রাম্পের : করোনার আতঙ্কে ফ্লোরিডায় তার দল রিপাবলিকান পার্টির সম্মেলন বাতিল করলেন ডোনাল্ড ট্রাম্প। তার জায়গায় তিনি অনলাইন টেলি-সম্মেলন করবেন। দীর্ঘদিন তিনি করোনাকে আমল দেননি। বারবার দেশবাসীকে ভরসা দিয়েছেন, কিছু দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। করোনা রুখতে লকডাউনের পক্ষেও ছিলেন না তিনি। এমনকি দীর্ঘদিন মাস্ক পরতেও রাজি হননি। এখন ডোনাল্ড ট্রাম্পই করোনার ভয়াবহতাকে স্বীকার করে নিচ্ছেন। তিনি মাস্ক পরছেন। দেশের লোককে মাস্ক পরতে বলছেন। এবার তো ফ্লোরিডায় রিপাবলিকান পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনই বাতিল করে দিলেন। ট্রাম্প বলেছেন, এত বড় সমাবেশের সঠিক সময় এটা নয়। ট্রাম্প জানিয়েছেন, পুরোটাই এখন অনলাইন হবে। তিনিও ভার্চুয়াল সভায় অনলাইন ভাষণ দেবেন।

তিন মাসে ১৩ হাজার কোটি পাউন্ড ঋণ ব্রিটেনের : ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে ১২ হাজার ৮০০ কোটি পাউন্ড ঋণ গ্রহণ করেছে যুক্তরাজ্য সরকার। এপ্রিল, মে ও জুন মাসে ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ ঋণ গ্রহণ করেছে দেশটি। তিন মাসের এ ঋণ গত অর্থবছরের বার্ষিক ঋণের দ্বিগুণেরও বেশি। বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করছেন, চলতি বছরে ব্রিটিশ সরকারের ঋণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সর্বোচ্চ হতে যাচ্ছে। গত জুনে রাষ্ট্রনিয়ন্ত্রিত ব্যাংকবহির্ভূত ঋণের পরিমাণ ৩ হাজার ৫৫০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে; যা গত বছরের একই মাসের তুলনায় পাঁচ গুণ বেশি। তবে অর্থনীতিবিদদের ৪ হাজার ১৫০ কোটি পাউন্ড ঋণ পূর্বাভাসের চেয়ে কম। গত সপ্তাহে অর্থমন্ত্রী রিশি সুনাক ৩ হাজার কোটি পাউন্ডের নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন।

দক্ষিণ আফ্রিকায় ফের স্কুল বন্ধ ঘোষণা : করোনা প্রথম শনাক্তের পরপরই স্কুল বন্ধ করে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে সংক্রমণ কমতে থাকায় জুনে আবার ক্লাসরুমে ফিরেছিল শিক্ষার্থীরা। আক্রান্ত রোগীর সংখ্যা চার লাখ ছাড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ফের দেশের স্কুলগুলো বন্ধের সিদ্ধান্ত নিলেন। দক্ষিণ আফ্রিকায় যখন দ্রুতগতিতে সংক্রমণ বাড়ছে, তখন স্কুল যেন ভাইরাসের কেন্দ্র না হয়ে ওঠে সেই চিন্তা করে এই সিদ্ধান্ত নেয়ার কথা জানালেন রামাফোসা। টেলিভিশনে দেয়া ভাষণে প্রেসিডেন্ট জানান, ২৭ জুলাই থেকে ২৪ আগস্ট পর্যন্ত চার সপ্তাহ স্কুল বন্ধ থাকবে। তবে গ্রেড ১২ ও গ্রেড ৭ এর শিক্ষার্থীদের জন্য বিরতি থাকবে এক সপ্তাহ ও দুই সপ্তাহের।

ভ্যাকসিনের জন্য ১৯৫ কোটি ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের : এক হাজার কোটি ডোজ করোনাভাইরাস ভ্যাকসিন কেনার জন্য ফিজার আর বায়োনটেকের সাথে ১৯৫ কোটি ডলারের চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। জার্মানির বায়োনচেক এবং যুক্তরাষ্ট্রের ফিজারের সাথে এ চুক্তি করে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও প্রতিরক্ষা অধিদফতর। চুক্তির আওতায় আরো ৫ হাজার কোটি ডোজ ভ্যাকসিন যুক্তরাষ্ট্র নেবে যেন দেশের মানুষ বিনামূল্যে এই ভ্যাকসিন পায়। এ দুই প্রতিষ্ঠানই ভ্যাকসিন তৈরির চেষ্টা চালাচ্ছে। সফল হলে একসাথে ১ হাজার কোটি ডোজ ভ্যাকসিন চলতি বছরের শেষ নাগাদ তৈরি করবে এ দুই প্রতিষ্ঠান। ২০২১ সালের মধ্যে এ সংখ্যা হবে ১ হাজার ৩ শ’ কোটি ডোজ। মানবদেহে এই ভ্যাকসিন আগস্টেই পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে।

বাড়িতে বানানো মাস্ক করোনা ঠেকাতে কার্যকর : নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাড়িতে বানানো দুই অথবা তিন স্তরের ফেসমাস্ক কার্যকর বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। মেডিক্যাল জার্নাল থোরাক্সে প্রকাশিত এক গবেষণায় বিষয়টি তুলে ধরা হয়। গবেষকরা বলছেন, সংক্রমিত ব্যক্তির কথা বলা ও হাঁচি-কাশির সময় শ্লেষ্মাকণার ক্ষেত্রে এক ও দুই স্তরের কাপড়ের মাস্কের কার্যকারিতা পর্যবেক্ষণ করেছেন তারা। এরপর সেটি তিন স্তরের সার্জিক্যাল ফেসমাস্কের সাথে তুলনা করা হয়। এক স্তরের ফেসমাস্কের থেকে দুই স্তরের ফেসমাস্ক বেশি কার্যকর। কোনো ধরনের ফেসমাস্ক ব্যবহার না করার চেয়ে অন্তত এক স্তরের ফেসমাস্ক ব্যবহার করা ভালো।

লাতিন আমেরিকার স্বাস্থ্য খাতে ঋণ দেবে চীন : করোনাভাইরাসের টিকা কিনতে বেইজিং ১ শ’ কোটি ডলার ঋণ লাতিন আমেরিকাকে দিতে চায় বলে নিশ্চিত করেছে মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্যারিবীয় অঞ্চলে করোনার ভ্যাকসিন সুলভমূল্যে পৌঁছে দিতেই চীনের এ উদ্যোগ। মেক্সিকো জানায়, বেইজিংয়ের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর। ভার্চুয়াল বৈঠকে যুক্ত ছিল আর্জেন্টিনা, চিলি, কলোম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ইকুয়েডর, ডমিনিকান রিপাবলিক, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, পানামা, বারবাডোস ও উরুগুয়ে। দেশগুলোর অর্থনীতি এবং মানুষের বাস্তুসংস্থান নিশ্চিতেও পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন সরকার।

করোনা পজিটিভ হলে দেড় হাজার ডলার : কোনো কোনো দেশে করোনা টেস্টের জন্য ফি দিতে হয়। তবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে নিয়ম উল্টোটা। সেখানে করোনা টেস্ট করালে পাওয়া যাবে নগদ ৩০০ অস্ট্রেলিয়ান ডলার। টেস্টের ফল পজিটিভ আসে, তাহলে দেয়া হয় ১৫ শ’ ডলার। এই ডলার দেয়া হবে সরকারের তহবিল থেকে। তবে এই টাকা পেতে হলে একটি শর্ত আছে। প্রাপককে অবশ্যই চাকরিজীবী হতে হবে এবং তার হাতে ছুটি থাকা চলবে না। এ জন্য সরকারের কাছে বেতনের স্লিপ দেখাতে হবে। নয়তো চিঠি লিখে মুচলেকা দিতে হবে।

ব্রিটেনে মাস্ক না পরলে ১০০ পাউন্ড জরিমানা : সাধারণ জনগণ মাস্ক না পরলে সর্বোচ্চ ১০০ পাউন্ড জরিমানার বিধান রেখে নতুন আইন জারি করেছে ব্রিটেন সরকার। শুক্রবার থেকে চালু হয়েছে নতুন এই আইন। যদিও পুলিশ বলছে, জরিমানার বিধান একদম সর্বশেষ কার্যক্রম হিসেবে প্রয়োগ করা হবে। সুপারমার্কেট, ইনডোর শপিং সেন্টার, ট্রান্সপোর্ট, ব্যাংক এবং ডাকঘরে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য এবং স্কটল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্টের পাশাপাশি উত্তর আয়ারল্যান্ডের বেশির ভাগ বাস, ট্রেন এবং ফেরিগুলোতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ওয়েলসে আগামী ২৭ জুলাই থেকে পাবলিক ট্রান্সপোর্টে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে।

ভারতে ১৮ কোটি মানুষের দেহে অ্যান্টিবডি : ভারতের প্রায় ১৮ কোটি মানুষের দেহে এরই মধ্যে নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকতে পারে। ভারতের চেইন ল্যাবরেটরি থাইরোকেয়ার এর অ্যান্টিবডি টেস্টের প্রকাশিত ফলাফলে এমন ধারণা উঠে এসেছে। ল্যাবটির পক্ষ থেকে ভারতের বিভিন্ন স্থান থেকে ২০ দিন পরীক্ষা করা হয়। অনেক সংক্রমিত বড় ধরনের লক্ষণ বা উপসর্গ ছাড়াই সুস্থ হয়ে উঠেছেন। যাদের পরীক্ষা করা হয়েছে তাদের প্রায় ১৫ শতাংশের অ্যান্টিবডি রয়েছে। ৯০ শতাংশ এখনো করোনায় সংক্রমিত হননি। আক্রান্ত হয়েছেন কিন্তু উপসর্গ নেই ও উচ্চমাত্রার অ্যান্টিবডি পাওয়া গেছে ৯ শতাংশের। তারা ৫৩ হাজার মানুষের পরীক্ষা করেছেন।

স্পেনে ফের করোনা আতঙ্ক : টানা তিন মাসের বন্দিজীবন কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন বুনেছিল স্পেন। কঠিন শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি থেকে উঠে আসতে না আসতেই আবার পড়েছে করোনার ভয়াল থাবা। নতুন করে আক্রান্ত হচ্ছে হাজারও মানুষ। স্পেনের অনেক শহরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজ্যকেন্দ্রিক আবারো এসেছে নতুন ঘোষণা। গত দুই সপ্তাহ ধরে স্পেনে দ্বিতীয় বারের মতো করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বর্তমানে প্রায় ২ শতাধিক স্থানে কোভিড-১৯ সক্রিয় আছে। পর্যটন নগরী বার্সেলোনা তথা কাতালোনিয়া প্রদেশে আক্রান্তের সংখ্যা প্রায় পুরো স্পেনে আক্রান্তের সংখ্যার অর্ধেকের কাছাকাছি।

অনলাইনে বিক্রির তোড়ে বেড়েছে খুচরা বিক্রি : জুনে খুচরা বিক্রি বেড়েছে যুক্তরাজ্যে। দোকানপাট খুলে যাওয়ায় মানুষের মধ্যে পণ্য কেনার চাহিদা বেড়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানের (ওএনএস) তথ্য অনুসারে জুনে খুচরা পণ্য কেনার পরিমাণ বেড়েছে ১৩ দশমিক ৯ শতাংশ। করোনা প্রতিরোধে নেয়া লকডাউনের কারণে যুক্তরাজ্যে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হয়ে যায় মার্চ থেকে। এপ্রিলে খুচরা বিক্রি কমে রেকর্ড পরিমাণ। মে মাসে এসে কিছুটা বাড়ে বিক্রি। জুনে লকডাউন মোটামুটি উঠে যাওয়ায় বিক্রি অনেক বেশি বেড়েছে। খাবারের দোকানে বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে। ফেব্রুয়ারির তুলনায় খাবারের বিক্রি বেড়েছে ৫ দশমিক ৩ শতাংশ। সামগ্রিক খুচরা বিক্রি লকডাউন-পূর্ববর্তী অবস্থায় ফিরে এসেছে। জুনে লকডাউন চলার সময় যে অবস্থা ছিল, তার চেয়ে কাপড়ের দোকানসহ নন-ফুড স্টোরগুলো আংশিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে বিক্রি ফেব্রুয়ারির তুলনায় এখনো ১৫ শতাংশ কম। খুচরা বিক্রির প্রতি ১০ পাউন্ডের মধ্যে ৩ পাউন্ড বিক্রিই হচ্ছে অনলাইনে।

https://www.dailynayadiganta.com/first-page/517522