২৬ জুন ২০২০, শুক্রবার, ৩:৪২

ঢামেক করোনা ইউনিটে ৫৩ দিনে ৮১৫ জনের মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৫৩ দিনে ৮১৫ জনের মৃত্যু হয়েছে । গত ২৪ ঘণ্টায় আরো ১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ তিনজন পুরুষের এবং অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ঢামেক হাসপাতালে ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৮১৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৯৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আবদুল গফুর বৃহস্পতিবারে বিকেলে এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করে তিনি বলেন গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন করে আরো ১৫ জন মারা গেছেন । তাদের মধ্যে তিনজন পুরুষ করোনা পজিটিভে মারা যান। তিনি আরো বলেন, জুন মাসে মৃতের সংখ্যা ৪১৮ জন এর মধ্যে ১১১ জনের পজিটিভ ।

তিনি বলেন, এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ তিনটি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা রোগী ভর্তি এবং মৃত্যুর সংখ্যা প্রতি দিনই আপডাউন করছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, হাসপাতাল কর্তৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন, তাদের মৃতদেহগুলো আত্মীয়স্বজনের কাছে প্রর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেসব মৃতদেহগুলো করোনা বিধি মোতাবেক তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে ।

https://www.dailynayadiganta.com/last-page/511046/