২৩ জুন ২০২০, মঙ্গলবার, ১২:৫২

সেকেন্ডে শনাক্ত দুইজনের বেশি

নমুনা পরীক্ষায় ১৬ ভাগই পজিটিভ; ৯ দিন বাঁচতে সক্ষম কোভিড-১৯; ভারতে আক্রান্ত বাড়ল ৪ গুণ

প্রতি সেকেন্ডে দুইজনের বেশি রোগী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক দিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের ঘটনা ঘটেছে গত ২৪ ঘণ্টায়। নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৮৩ হাজারের বেশি রোগী। এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ছিল গত ১৮ জুন, ১ লাখ ৮১ হাজার ২৩২ জন। এ দিকে ২১৫টি দেশ ও অঞ্চলে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯০ লাখ ৯১ হাজার ৩৯৮ জন। এক দিনে প্রায় ২ লাখ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়া বিশ্বে সংক্রমণের নতুন রেকর্ড। রোববার ২৪ ঘণ্টায় ১ লাখ ৮৩ হাজার ২০ জন আক্রান্ত হয়। ওই দিন শনাক্তের শীর্ষে ছিল ব্রাজিল; ৫৪ হাজার ৭৭১। এরপর যথাক্রমে যুক্তরাষ্ট্র ৩৬ হাজার ৬১৭ এবং ভারতে ১৫ হাজার ৪০০ জন।

লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৪ হাজার ৭৪৩ জনের। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৭০ হাজার ৮৪৪। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ লাখ ৪১ হাজার ৯৩৫ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ৪৮ লাখ ৪২ হাজার ৩১২ জন।

এ দিকে বিশ্বে প্রতি ১০০ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। অঞ্চলগত হিসাবে এ হার সবচেয়ে বেশি উত্তর আমেরিকায়, প্রায় ২৫ শতাংশ। সবচেয়ে কম ইউরোপে, ৭ শতাংশের মতো। ১১ শতাংশের একটু বেশি হার নিয়ে এর পরই আছে এশিয়া। ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকাÑ এ পাঁচ অঞ্চলের শীর্ষ আক্রান্ত ৫০টি দেশের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। খবর দ্য হিন্দু, এনডিটিভি, নিউজিল্যান্ড হেরাল্ড, সিনহুয়া, বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স, টেলিগ্রাফ, খালিজ টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, নিউ ইয়র্ক টাইমস, ক্রাসনায়া জবেজদা ও ওয়ার্ল্ডোমিটারসের।

আসছে করোনার চেয়েও বড় হুমকি : ‘আমেরিকা ও চীনের মধ্যে একটা স্নায়ুযুদ্ধ যেভাবে ঘনিয়ে আসছে তা করোনাভাইরাসের চেয়ে বিশ্বের জন্য বড় উদ্বেগের কারণ। মহামারীর পর নেতৃত্ববিহীন বিশ্বে বিশাল একটি টালমাটাল পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। দুই পরাশক্তির মধ্যে মতভেদ পরিস্থিতিকে আরো খারাপ করে তুলবে।’ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র ও চীনের এ বৈরিতার জন্য মার্কিন প্রশাসনকেই দায়ী করে তিনি বলেন, ‘আমেরিকা বিভাজন সৃষ্টিকারী একটি শক্তি, সহযোগিতার নয়। গভীর মতবিরোধের পরিস্থিতি এবং আসলেই বিশাল একটা বিপজ্জনক অবস্থার সৃষ্টি হবে।’

আগে ভ্যাকসিন পাবেন স্বাস্থ্যকর্মী-পঞ্চাশোর্ধ্বরা : করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন উদ্ভাবিত হলে প্রাধান্য অনুসারে সবার আগে তা ফ্রন্টলাইনে থাকা স্বাস্থ্যকর্মী, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি ও আগে থেকে বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের দেয়া হবে বলে জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘স্বাস্থ্যকর্মী ও ঝুঁকিতে থাকা রোগীদের পর জরুরি বিবেচনায় অন্যদের ভ্যাকসিন দেয়া হবে। তালিকায় কারা থাকবেন আরো বিস্তৃত পরিসরে গবেষণার মাধ্যমে ক্রমে ক্রমে তা নির্ধারণ করা হবে। আমরা ভ্যাকসিনের সবচেয়ে কার্যকর ব্যবহার করতে চাই।’

করোনার প্রাণঘাতী ক্ষমতা হ্রাস : ইতালির সান মার্টিনো জেনারেল হাসপাতালের সংক্রামক রোগের প্রধান গবেষক অধ্যাপক মাত্তিও বাসেত্তি দাবি করেছেন, ‘শক্তি হারিয়ে ক্রমশ দুর্বল হচ্ছে করোনাভাইরাস। কোনো রকম প্রতিষেধক ছাড়াই এ ভাইরাস সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে। করোনারোগীরাও এখন আগের তুলনায় অনেকটাই দ্রুত সেরে উঠছেন বেশির ভাগ ক্ষেত্রেই। মহামারী শুরুর দিকে করোনা সংক্রমণের আগ্রাসন যতটা লক্ষ করা গেছে, এখন সে তুলনায় ভাইরাসের তেজ অনেকটাই কমে এসেছে। এ ভাইরাসের সাম্প্রতিক জিনগত পরিবর্তনই হয়তো কারণ।

ভারতে এক মাসে আক্রান্ত বাড়ল ৪ গুণ : এশিয়ায় করোনাভাইরাসের ‘হটস্পট’ হলো ভারত। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত এক মাসে করোনা শনাক্তের সংখ্যা চার গুণ বেড়েছে। গত ১৯ মে করোনা শনাক্তের সংখ্যাটা ছিল এক লাখের ঘরে; আর ২১ জুন সেটা ছাপিয়ে যায় চার লাখের গণ্ডি। করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৯১০ জনে। এখন পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৭০৪ জন। টানা চার দিন দৈনিক সংক্রমণে রেকর্ড হয়েছে। আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পরেই সংক্রমণের সংখ্যা বেশি তামিলনাড়ুতে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি।

৯ দিন পর্যন্ত বাঁচতে সক্ষম কোভিড-১৯ : কোভিড-১৯ বিভিন্ন পরিবেশে ২ ঘণ্টা হতে ৯ দিন পর্যন্ত বাঁচতে সক্ষম। এর বাইরের আবরণটি প্রোটিন দিয়ে তৈরি। সার্স কোভিট-২ ও কোভিড-১৯ এর গঠন একই উপাদানের কিন্তু কোভিড-১৯ আকারে কিছুটা বড়। কোভিড-১৯ এর এর তিনটি উপাদান ট্রেস করার সময় সার্সকোভিড-২ এর মতো আলাদা করা যায়, এই ট্রেস দিয়ে জিনগত পার্থক্য নির্ধারণ করে টিকা আবিষ্কার করা যায়। কিন্তু কোভিড-১৯ এর প্রোটিনটি আলাদা করার কিছুক্ষণের মধ্যে তা আবার একত্রিত হয়ে যায়। আর এ জন্যই কোভিড-১৯ এর স্থায়ী ওষুধ এখনো বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হননি বিজ্ঞানীরা। তিনটি উপাদানের মধ্যে দু’টি আলাদা হয় সব সময়ের জন্য কিন্তু তৃতীয়টি ট্রেস হতে বের হয়ে যায় আর এ জন্যই বলা হয় কোভিড-১৯ এর চিকিৎসার সফলতা ৭০ শতাংশের মতো আর ৩০ শতাংশ এখনো অধরাই রয়ে গেছে।

ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপে চীন : সম্ভাব্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ডোজ নির্ধারণ এবং কার্যকারিতা ও সুরক্ষা মূল্যায়নের জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু করেছে বলে জানিয়েছে চীন। চাইনিজ অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্সের ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি সম্ভাব্য কোভিড-১৯ এর ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের দ্বিতীয় ধাপ শুরু করেছে। মানুষের মধ্যে ভ্যাকসিনের ইমিউনোজেনিসিটি এবং নিরাপত্তার ব্যাপারে অধিকতর মূল্যায়নের জন্য ইউনানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ক্লিনিক্যাল ট্রায়াল-২ করা হচ্ছে। দ্বিতীয় ধাপের এই ট্রায়ালে মানব শরীরে ভ্যাকসিনটির নিরাপত্তা ও রোগ প্রতিরোধের ক্ষমতা পরীক্ষা করে দেখা হবে। চীনে মোট পাঁচটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয়া হয়েছে। এটি বিশ্বে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদন দেয়া মোট ভ্যাকসিনের ৪০ শতাংশ।

কুয়েতে যেতে লাগবে করোনামুক্তির সনদ : কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল মিজরি এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কুয়েতের নাগরিকদের জন্য নিয়ম মেনে সীমিত পরিসরে ভ্রমণ করতে পারবেন। যেসব নাগরিকের বিদেশী স্ত্রী রয়েছেন তারাও বিদেশ ভ্রমণ করতে পারবেন। আর কুয়েতে আসতে ইচ্ছুকদের চার দিন আগে করোনামুক্তির সনদ দিতে হবে।’ কুয়েতে করোনাভাইরাস প্রতিরোধে চলমান নিষেধাজ্ঞা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

কর্মহীন ইতালি প্রবাসীরা : মহামারী করোনাভাইরাসে বিপর্যস্ত ইতালি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। তবে করোনার প্রাদুর্ভাব শেষ না হতেই কাজ কমে গেছে ইতালির নাপলি অঞ্চলের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে। অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন ওই এলাকার ফ্যাক্টরিগুলোতে কর্মরত প্রবাসীরা। তারা বলছেন, কবে নাগাদ নতুন কাজ আসবে সেটাও বলতে পারছে না কেউ। তাই কপালে দুশ্চিন্তার ভাঁজ প্রবাসীদের। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা শূন্যতে নেমে এসেছে। ইতালি সিভিল প্রটেকশন বিভাগ জানিয়েছে, দেশটির ১১ অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ একটিও মৃত্যুর ঘটনা রেকর্ড হয়নি। এ রকম সংবাদে দেশটির জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।

দুবাই যেতে লাগবে নেগেটিভ সনদ : বিদেশী পর্যটকদের জন্য আগামী ৭ জুলাই থেকে খুলে যাচ্ছে দুবাই। এ ছাড়া যাদের কাছে রেসিডেন্সি ভিসা আছে তারা রোববার থেকে দুবাইয়ে যেতে পারবেন। দুবাইয়ে আসবেন এমন ব্যক্তিরা সম্প্রতি করোনাভাইরাস টেস্টে নেগেটিভ হয়েছেন তা প্রমাণিত হওয়ার সনদপত্র দেখাতে হবে কিংবা পৌঁছানোর পরপরই তাদেরকে দুবাই বিমানবন্দরে করোনা পরীক্ষা মুখোমুখি হতে হবে।

সিঙ্গাপুরে অ্যাপ জানিয়ে দেবে জুমার স্থান : সিঙ্গাপুরের মসজিদগুলো ২৬ জুন থেকে ধীরে ধীরে খুলে দেয়া হবে। তবে জুমার নামাজের জন্য অ্যাপের মাধ্যমে বুকিং করতে হবে। প্রার্থনার স্থানগুলো কঠোর নিরাপদ পরিচালনার ব্যবস্থা থাকবে। ২১ জুন দেশটির ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল অব সিঙ্গাপুর (এমইউআইএস) এমন ঘোষণা দিয়েছে। জাতীয় নির্দেশনাগুলোর সাথে সামঞ্জস্য রেখে মসজিদগুলোকে একটি অনলাইন নামাজের স্থান বুকিং সিস্টেম চালু করা হবে। যার মাধ্যমে যারা সালাত আদায় করবেন তাদের নামাজের স্লট বুক করা প্রয়োজন হবে। অনলাইন বুকিং সিস্টেম সকাল ৯টায় বুধবার, ২৪ জুন থেকে শুরু করা হবে।

নিউ ইয়র্ক দ্বিতীয় ধাপে খুলছে : করোনাভাইরাস প্রতিরোধে দীর্ঘদিন সবকিছু বন্ধ থাকার পর দ্বিতীয় ধাপে ২২ জুন থেকে নিউ ইয়র্ক খুলছে। নিউ ইয়র্কে করোনায় সংক্রমিতের হার এখন ১ শতাংশের নিচে নেমে এসেছে। ব্যাপক হারে করোনার পরীক্ষার করানো হচ্ছে। তবে কন্টাক্ট ট্রেসিং কিছুটা থমকে দাঁড়িয়েছে। নিউ ইয়র্ক নগরকেন্দ্রে দ্বিতীয় ধাপে এবং নগরকেন্দ্রের বাইরে মিড হাডসন অঞ্চল নামের এলাকাটি তৃতীয় ধাপের জন্য খুলছে। দ্বিতীয় ধাপে খুলছে রিটেইল স্টোরের অভ্যন্তরে কেনাকাটা, রেস্টুরেন্টের বাইরে খাওয়া-দাওয়া, চুল কাটার স্যালুন, রিয়েল এস্টেট, গাড়ি বেচাকেনা, বাণিজ্যিক ভবন ব্যবস্থাপনা, মেরামত ও পরিচ্ছন্নতা কোম্পানি। রেস্তোরাঁয় সামাজিক দূরত্ব রেখে বসতে হবে।

তরুণদের মধ্যে বাড়ছে সংক্রমণ : মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ-তরুণীদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। লকডাউন শিথিল হওয়ায় এবং তরুণ বয়সীরা সামাজিক দূরত্বের নিয়ম না মানায় এমন ঘটনা ঘটছে বলে মত দিয়েছেন দেশটির কর্মকর্তারা। ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, সাউথ ক্যারোলাইনাসহ কিছু অঙ্গরাজ্যে লকডাউন শিথিল হওয়ার পর সংক্রমণের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। যার মধ্যে আক্রান্ত তরুণদের সংখ্যাও অনেক।

করোনাকে ‘কুং ফ্লু’ ভাইরাস বললেন ট্রাম্প : করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই চীনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে যুক্তরাষ্ট্র। আরো একবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিশানায় বেইজিং। এবার করোনার নতুন নাম দিলেন ‘কুং ফ্লু।’ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। নিজের প্রথম নির্বাচনী প্রচারণায় মেনেই চীনকে একহাত নিলেন তিনি। ওকলাহোমায় তিনি বলেন, আমি নাম দিতে পারি কুং ফ্লু। আমি এই ভাইরাসের ১৯টি আলাদা আলাদা নাম বলতে পারি। কেউ এটিকে ফ্লু বলছে। তাতে পার্থক্যটা কোথায়। আমি মনে করি এই ভাইরাসের ১৯ এবং ২০টি নাম আছে। চীনা মার্শাল আর্টকে কুং ফু বলে, আর সেটাকেই ব্যঙ্গাত্মক ভাষায় কুং ফ্লু নাম দিলেন ট্রাম্প।

বলসেনারোর পদত্যাগ চেয়ে রাস্তায় মানুষ : করোনাভাইরাসের অন্যতম হটস্পট ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, করোনাভাইরাস মোকাবেলায় তিনি যথাযথ পদক্ষেপ নেননি এবং বিষয়টিকে গুরুত্ব দেননি। দুর্নীতির অভিযোগে সাবেক এক সহযোগী এবং তার বড় ছেলে গ্রেফতার হলে জেইর বলসেনারোর পদত্যাগ চেয়ে রোববার রাজপথে নেমে আসেন সরকারবিরোধী আন্দোলনকারী হাজার হাজার মানুষ।

জার্মানিতে সংক্রমণ দ্রুত বাড়ছে : জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণের গড় হার ২.৮৮ ছুঁয়েছে বলে রোববার জানিয়েছে রবার্ট কখ ইনস্টিটিউট। এর মানে হচ্ছে, একজন করোনারোগী ২.৮৮ জনকে সংক্রমিত করছেন। মাত্র দুই দিনের মধ্যে এমন বৃদ্ধির জন্য বিচ্ছিন্ন ঘটনাকে দায়ী করা হলেও সার্বিকভাবে নতুন করে দুশ্চিন্তা দেখা দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংখ্যাটা ১ এর নিচে থাকা ভালো। শনিবার জার্মানিতে এই হার ছিল ১.৭৯। ফলে নতুন করে দুশ্চিন্তা দেখা দিচ্ছে।

২ বছর সুরক্ষা দেবে রাশিয়ার ভ্যাকসিন : চীন, আমেরিকা, ইসরাইল এবং নাইজেরিয়ার পর রাশিয়া জানিয়েছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি হতে থাকা ভ্যাকসিনটি দুই বছরের বেশি সময় মানুষকে করোনা থেকে সুরক্ষা দেবে বলে প্রমাণ পাওয়া গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রণালয়ের সহযোগিতায় এ ভ্যাকসিন যৌথভাবে তৈরি করছে গামেলেয়া রিসার্চ ইনস্টিটিউট। রাশিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের প্রধান আলেক্সান্দার গিন্সবার্গ বলেছেন, আমাদের ভ্যাকসিন নেয়ার পর কমপক্ষে দুই বছর নোভেল করোনা ভাইরাস থেকে মানুষ সুরক্ষিত থাকবে।

কর্মীরা আক্রান্ত হওয়ায় পেপসির উৎপাদন বন্ধ : চীনে নতুন করে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা, সেই সাথে বেড়েছে টেস্টের সংখ্যাও। রেস্তোরাঁ, খাবার ডেলিভারি এবং বাজারের সাথে যুক্ত কর্মীদের করোনা পরীক্ষা বাড়ানো হয়েছে। এর মধ্যেই ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি পেপসিতে বেশ কয়েকজন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এরপরেই বেইজিংয়ে উৎপাদন কাজ বন্ধ করেছে পেপসি। মিউনিসিপ্যাল হেলথ কমিশন অব বেইজিং যেখানে নতুন করে করোনা ক্লাস্টার দেখা গেছে।

https://www.dailynayadiganta.com/first-page/510348/