২০ মে ২০২০, বুধবার, ৩:৩১

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি বন্ধ নৌকায় পারাপার

দৌলতদিয়া-পাটুরিয়ায় চালু দুই ফেরিতে মানুষের ঢল

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার বলে পরিচিত মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী নৌ-রুটের ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রয়েছে। এ কারণে বিকল্পভাবে ট্রলার ও মাছ ধরার জেলে নৌকা দিয়ে পদ্মা পাড়ি দিয়ে বাড়ি ফিরছে হাজার হাজার যাত্রী। এদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মাত্র দুটি ফেরি দিয়ে জরুরি যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। কিন্তু কর্তৃপক্ষের যাত্রী ওঠা নিয়ন্ত্রণের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওই ফেরিতেই মানুষের ঢল নেমেছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

লৌহজং (মুন্সীগঞ্জ) : ঢাকা-মাওয়া মহাসড়ক পরিহার করে সোমবার মধ্যরাত থেকে নারায়ণগঞ্জ হয়ে মুক্তারপুর দিয়ে লৌহজংয়ে প্রবেশ করে যাত্রীরা। লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. আলমঙ্গীর হোসাইন বলেন, সোমবার মধ্যরাত থেকে যাত্রীদের ঢল নামে বিকল্প পথ হিসেবে লৌহজং-বালিগাঁও-মুক্তারপুর সড়কে। মুক্তারপুর থেকে লৌহজং পর্যন্ত ৪টি চেকপোস্ট থাকলেও কোনোভাবেই আটকে রাখতে পারেনি মাওয়াগামী যাত্রীদের এ ঢল। মোটরসাইকেল, পিকআপভ্যান, বালুবাহী ট্রাক, নছিমন, করিমন, ভটভটিসহ মোটরসাইকেলে করে যাত্রীরা ভিড় জমায় লৌহজংয়ের ঘোড়াদৌড় বাজার খেয়া ঘাটে। ট্রলার ও মাছ ধরার নৌকায় পদ্মা পাড়ি দিয়ে তারা মাঝির ঘাট ও কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছায়। এসব ট্রলার ও মাছ ধরার নৌকায় যাত্রীদের চাপ থাকায় অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে।

মানিকগঞ্জ ও গোয়ালন্দ (রাজবাড়ী) : দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুই ফেরিতে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না জনতার ঢল। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী যানবাহন ও মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট যানবাহনে করে করোনা ঝুঁকি মাথায় নিয়ে এ ঈদে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ ফিরতে শুরু করেছে। বিভিন্ন জেলার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়ায় এসে গাদাগাদি করে নৌপথ দিয়ে ফেরি ও ট্রলারে করে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে এসে নামছে। কোনোভাবেই মানা সম্ভব হচ্ছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেও যা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুন্নাফ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া থেকে কোনো যাত্রী যাতে কোনো নৌযানে পারাপার হতে না পারে আমরা সর্বদা সেই চেষ্টা করছি।

প্রশাসনের কড়া নজরদারিতে ঢাকা-আরিচা মহাসড়ক ও পাটুরিয়া ফেরিঘাটমুখী যানবাহনের চাপ অপেক্ষাকৃত কম ছিল।

https://www.jugantor.com/todays-paper/news/308853