২২ মার্চ ২০২০, রবিবার, ১২:৫৭

হোম কোয়ারেন্টিন মানছেন না অনেকে

বিভিন্ন স্থানে ১৪ জনকে দেড় লাখ টাকা জরিমানা

সারা দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্যেও অনেকে হোম কোয়ারেন্টিনের নির্দেশনা মানছেন না। বিদেশ ফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু কেউ কেউ সেই নির্দেশ উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করছেন। শনিবার দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নির্দেশনা অমান্যকারী ১৪ জনকে অন্তত দেড় লাখ টাকা জরিমানা করেছেন।

বিভিন্ন জেলা-উপজেলায় আরও কয়েকশ’ লোককে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এদিকে নতুন করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে বিভিন্ন এলাকায়। যুগান্তর রিপোর্ট, ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা ও দাউদকান্দি : উপজেলার গোপচর গ্রামে বিদেশ ফেরত এক তরুণকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে জেলায় গত ২০ দিনে অন্তত ১৫ হাজার প্রবাসী দেশে এসেছেন। এদের মধ্যে মাত্র ৮৭০ জন হোম কোয়ারেন্টিনে। দেবিদ্বারে ৫৮ প্রবাসী পলাতক রয়েছে। এতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

নওগাঁ ও পত্নীতলা : পত্নীতলায় শর্ত না মেনে বাইরে ঘোরাফেরা করায় মালয়েশিয়া ফেরত যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ঝালকাঠি ও রাজাপুর : উপজেলার শুক্তগড় ইউনিয়নের উত্তর পিংড়ি গ্রামে কুয়েত প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলায় হোম কোয়ারেন্টিনে ১২১ জন। ১৪ দিন অতিবাহিত হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে ৯ জনকে।

যশোর : জেলায় ১ মাসে বিদেশ থেকে এসেছেন ২৩ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে মাত্র ৩৩২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকিরা কী অবস্থায় আছেন তা জানা নেই প্রশাসনের। তবে তাদের অবস্থান শনাক্ত করতে আট উপজেলায় বিদেশ ফেরতদের তালিকা পাঠানো হয়েছে।

বরিশাল : বিভাগে ১ হাজার ৬০ জন হোম কোয়ারেন্টিনে। ২৪ ঘণ্টায় নতুন ২৯৬ জন। এদের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় ৭, বরিশালে ১৭৯, পটুয়াখালীতে ১৭৯, ভোলায় ২০১, পিরোজপুরে ১৮৪, বরগুনায় ১৮৬ ও ঝালকাঠিতে ১২১ জন।

চট্টগ্রাম : শনিবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় আরও ২৩৭ জন হোম কোয়ারেন্টিনে। এ নিয়ে ৮৫৭ জনকে কোয়ারেন্টিনে নেয়া হল। এদিকে কয়েকদিন ধরে করোনা আতঙ্কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তি কমেছে। হাসপাতালে দর্শনার্থী প্রবেশেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বগুড়া ও শেরপুর : সিভিল সার্জন অফিস অর্থাৎ স্বাস্থ্য বিভাগ শনিবার বিকাল পর্যন্ত ৪০৬ জনকে হোম কোয়ারেন্টিনে নিয়েছে। শেরপুরে কোয়ারেন্টিনে ৭ প্রবাসী।

নাটোর ও বড়াইগ্রাম : করোনাভাইরাস আক্রান্ত শঙ্কায় এক ব্যক্তিকে পরীক্ষার জন্যে ঢাকায় নেয়া হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৫২০ জন। বড়াইগ্রামে একজন আইসোলেশনে এবং ৩২ জন হোম কোয়ারেন্টিনে।

ময়মনসিংহ : বিদেশ ফেরত ৩৮৮ প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯ জন হোম কোয়ারেন্টিনে। এদিকে জেলায় বিদেশ ফেরত এক হাজার ৬১২ জনকে খুঁজছে পুলিশ।

মির্জাপুর ও গোপালপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে সিঙ্গাপুর ফেরত একজনকে ১০ হাজার টাকা ও গোপালপুরে বাহরাইন ফেরতকে ৩ হাজার টাকা দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কাপাসিয়া (গাজীপুর) : উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামা রাথুরা ও খিলগাঁও গ্রামে কাতার ও সৌদি আরব ফেরত তিনজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) : উপজেলার গাড়াদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে ইতালি ফেরত যুবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শরীয়তপুর ও ডামুঢ্যা : সরকারি নির্দেশনা অমান্য করায় দু’জনকে ২২ হাজার ৯শ’ টাকা জরিমানা করা হয়েছে। জেলায় ৩৩৫ জন হোম কোয়ারেন্টিনে। ১৪ দিন অতিবাহিত হওয়ায় ছাড়া হয়েছে ২৩ জনকে।

ওসমানীনগর (সিলেট) : উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামে বিয়ের আয়োজন করায় এক প্রবাসীর পরিবারকে ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা জরিমানা করেছেন।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : দুই প্রবাসীকে ৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল ও উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার দু’দিন ধরে এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন।

মাগুরা : মাগুরায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ১৪৪ জন।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া পৌরসভার পশ্চিম সৈয়দবাড়ি এলাকায় আবুধাবি ফেরত একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও যেসব স্থানে হোম কোয়ারেন্টিন : বরগুনায় ১৯৬ জন হোম কোয়ারেন্টিনে, ১ জন আইসোলেশনে। হবিগঞ্জে ২১৭, মেহেরপুরে ২৯, পাবনায় ৪৪৩, নড়াইলে ১৪৩, ফেনীতে ১৪৫৩, রাজবাড়ীতে ১৭০, জয়পুরহাট ৬০, শেরপুরে ৫৬, চুয়াডাঙ্গায় ১৪৪ ও গাইবান্ধায় ৯৩ হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

https://www.jugantor.com/todays-paper/last-page/291565/