১৩ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১:৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

সারা দেশে গতকাল সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ অন্তত ১১জন নিহত হয়েছেন। এদের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২, লালমনিরহাটের কালীগঞ্জে ২, ময়মনসিংহের ফুলপুরে ১, সিলেটে ১, বাগেরহাটের চিতলমারীতে ১, চুয়াডাঙ্গায় ১, কিশোরগঞ্জের হোসেনপুরে ১, যশোরের মণিরামপুরে ১ ও বরিশালের গৌরনদীতে ১ জন রয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-

উত্তরাঞ্চল প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী হানিফ পরিবহন ও বাঁশ বোঝাই ট্রাকের সংঘর্ষে পথচারী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১০বাস যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কে গোবিন্দগঞ্জের অভিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেয়ে শেফালী বেগম ও মা রাহেলা বেগম । নিহতদের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এস.আই শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি জানান, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মকুল মিয়া (৩৫) ও আনোয়ার হোসেন (৪০) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ভুল্লারহাট বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুকুল রংপুর জেলার পাগলাপীর ঘোগলপুর এলাকারর মজানআলীর ছেলে এবং আনোয়ার হোসেন একই জেলার কেল্লাবন্দ এলাকার জমিরউদ্দিনের ছেলে।

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে জানান, সিলেটে ট্রাক চাপায় রফিকুল ইসলাম নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে সাতটায় নগরীর সুরমা মার্কেটস্থ এলাকার নাগরি পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল রংপুরের তারাগঞ্জ থানার মাঠিয়াল পাড়া গ্রামের লুতফুর রহমানের পুত্র। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. সেলিম মিয়া জানান, বেপরোয়া গতির একটি ট্রাক রিকশাচালক রফিকুল ইসলামকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর গ্রামে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় হিমেল (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটী গ্রামের ধান ব্যবসায়ী শাজাহানের পুত্র ও হোসেনপুর ডিগ্রি কলেজের ছাত্র হিমেল মিয়া মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে রামভদ্রপুর ব্রিজে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ব্যাটারী চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সে। পরে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারা যায় হিমেল।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে ট্রাক চাপায় ভ্যানচালক আব্দুল্লাহ ফকির (১৩) নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত নয়টার দিকে উপজেলার কুনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটানা ঘটে। সে কুনিয়া গ্রামের আহাদ আলী ফকিরের ছেলে। ঘটনাস্থলে উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা ট্রাক চালক ও তার সহকারীকে পুলিশে সোপর্দ করে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা শহরের সরকারি ছাগল খামারের কাছে সড়ক দুর্ঘটনায় এক আলমসাধু (ভটভটি) চালক নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমসাধু চালক হাবিব হোসেন (৪০) জীবননগর উপজেলার উথলী গ্রামের জমির উদ্দিনের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার এস আই মো. আব্দুস সায়েম জানান, অতিরিক্ত কাঠভর্তি আলমসাধুর একটি চাকা ভেঙে উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মহর উদ্দিন (৩৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। সে হোসেনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের ঢেকিয়া গ্রামের মৃত সোহরাব উদ্দিনের পুত্র। গতকাল সকালে হোসেনপুর-কিশোরগঞ্জ সড়কের ঢেকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল ওয়াদুদ(৬০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে মণিরামপুর সরকারি কলেজের পাশে যশোর-সাতক্ষীরা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ ফতেয়াবাদ গ্রামের মৃত সোবহান বক্সের পুত্র।

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের গৌরনদী উপজেলার কাছেমাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. রবিউল বেপারী (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বিকেলে বরিশাল-ঢাকা মহাসড়কের কাছেমাবাদ এলাকার রাঢ়ী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার এসআই অশোক চন্দ্র তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

http://mzamin.com/article.php?mzamin=212808