৬ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ১১:২৬

ঢাবি রোকেয়া হল নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, তদন্তে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নিয়োগ বাণিজ্যের অভিযোগের ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

রোকেয়া হলে নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতাকর্মীসহ কয়েকটি পদে নিয়োগ দিতে হল সংসদের ভিপি, জিএস এবং হল শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেত্রী তিন ব্যক্তির কাছ থেকে ২১ লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এর সঙ্গে হলের প্রাধ্যক্ষেরও সংশ্লিষ্টতা রয়েছে বলে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করে দাবি করেন হলের কয়েকজন ছাত্রী। প্রমাণ হিসেবে কিছু অডিও রেকর্ডও সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন তারা।

এ ঘটনার পর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ওই নিয়োগ কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। তবে এর আগে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে হলের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ 'স্বচ্ছতার সঙ্গে' সম্পন্ন হয়েছে বলে দাবি করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা।

https://samakal.com/bangladesh/article/1909421/