৩০ আগস্ট ২০১৯, শুক্রবার, ৪:১০

১২২ দিনে ঝরল ১১৭৮ প্রাণ

ইউপি চেয়ারম্যানসহ সড়কে নিহত ৮

বিয়ে করা হল না ডিমলার পুলিনের

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে আশুলিয়ায় বাস মালিক ও চালক, কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউপি চেয়ারম্যান, চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল আরোহী, নীলফামারীর ডিমলায় যুবক, চট্টগ্রামের রাউজানে স্কুলছাত্রী, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক এবং নারায়ণগঞ্জের বন্দরে গার্মেন্টকর্মী নিহত হয়েছেন। এ নিয়ে ১২২ দিনে প্রাণ গেল ১১৭৮ জনের। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

আশুলিয়া (ঢাকা) : সাভারের আশুলিয়ার কবিরপুর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি বাসের ধাক্কায় অপর বাসের মালিক ও চালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন, আহাদ এন্টারপ্রাইজের মালিক আবদুল জলিল মিয়া ও চালক জাহাঙ্গীর আলম। তারা দু’জনই পাবনা জেলার বাসিন্দা। কবিরপুর এলাকায় আহাদ এন্টারপ্রাইজের একটি বাস বুধবার রাতে বিকল হয়ে যায়। বাসটিকে টেনে নিতে রশি দিয়ে একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে বাঁধছিলেন জলিল ও জাহাঙ্গীর। এ সময় এসআর প্লাস পরিবহনের একটি বাস বিকল হওয়া বাসের পেছনে ধাক্কা দিলে চাপা পড়ে তারা দু’জন নিহত হন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) : মোটরবাইকের ধাক্কায় আহত কটিয়াদীর মসুয়া ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ আলী (৭৭) বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ১৩ আগস্ট তিনি ইউনিয়ন পরিষদ থেকে বাইসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে কটিয়াদী-মঠখোলা সড়কে শিমুলকান্দিতে নিকলীগামী একটি মোটরবাইক বাইসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ডিমলা (নীলফামারী) : ডিমলায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত পুলিন চন্দ্র রায় (২৫) ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের ভবেন্দ্র রায়ের ছেলে। ঢাকায় ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসারের হাল ধরেছিলেন তিনি। বিয়ে করবেন বলে দু’দিন আগে বাড়ি আসেন। বৃহস্পতিবার তাকে দেখতে আসার কথা ছিল কনেপক্ষে। কিন্তু বিধিবাম। বুধবার সন্ধ্যায় মোটরসাইকেল চালিয়ে বাড়ির সামনে রাস্তায় ওঠার সময় মাইক্রোবাসটি পুলিনকে ধাক্কা দেয়। পরে রংপুর হাসপাতালে রাত ৯টার দিকে তিনি মারা যান।

চট্টগ্রাম : ফটিকছড়িতে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন (৫০) দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ নুরু মিস্ত্রিবাড়ির মৃত বদন মিয়ার ছেলে। বৃহস্পতিবার উপজেলার নারায়ণহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামাল উদ্দিন দাঁতমারা থেকে নারায়ণহাটে আসার পথে দুর্ঘটনার শিকার হন।

বন্দর (নারায়ণগঞ্জ) : বন্দরে ট্রাকের ধাক্কায় নিহত গার্মেন্টকর্মীর নাম কুলসুম (২০)। এ দুর্ঘটনায় গার্মেন্টকর্মীর মা তারফুল বেগম আহত হয়েছেন। বুধবার বিকালে এশিয়ান হাইওয়ের বন্দরের মদনপুর লেনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকসহ হেলপার মনিরুল ইসলামকে আটক করেছে। বুধবার রাতে বন্দর থানায় মামলা হয়েছে। কুলসুম তার মায়ের সঙ্গে মদনপুরে ভাড়া বাসায় থাকতেন।

রাউজান (চট্টগ্রাম) : রাউজানের বালুর ট্রাকচাপায় নিহত স্কুলছাত্রীর নাম সামিয়া আকতার (১০)। বৃহস্পতিবার বিকাল ৪টায় বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাটে এ ঘটনা ঘটে। সামিয়া বাগোয়ান ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত শফির মেয়ে ও স্থানীয় পশ্চিম বাগোয়ান প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। স্কুল ছুটি শেষে বাড়িতে ফেরার সময় সে দুর্ঘটনার শিকার হয়।

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত শ্রমিকের নাম মভু মিয়া (৩৫)। বৃহস্পতিবার বিকালে উপজেলার ভূনবীর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২ জন আহত হয়েছেন।

https://www.jugantor.com/todays-paper/news/215049/