গরুর গোশত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি গরুর গোশত বিক্রি হচ্ছে ৫০০ টাকা
৪ মার্চ ২০১৭, শনিবার, ১২:৩১

গরুর গোশত এখনো নাগালের বাইরে ॥ সবজির দাম বৃদ্ধি

সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচাবাজারে অধিকাংশ সবজির দাম তিন থেকে পাঁচ টাকা করে বেড়েছে। তবে চালের দাম অপরিবর্তিত রয়েছে। আর গরুর গোশতের এখনো নাগালের বাইরেই রয়ে গেছে। ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে গরুর গোশত।

গতকাল শুক্রবার রাজধানী সেগুন বাগিচা বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজি গত সপ্তাহের চেয়ে তিন থেকে পাঁচ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের মতোই এই সপ্তাহেও চালের দাম স্বাভাবিক রয়েছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, নাজিরশাহ চাল প্রতি কেজি ৫০ টাকা, মিনিকেট ৫২ টাকা ও মোটা চাল (স্বর্ণা) ৩৬-৩৮ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে আলু কেজিপ্রতি ২৩ টাকা করে বিক্রি হচ্ছে। বেগুন ৫০ টাকা, করলা ৭৮-৮২ টাকা, শসা ৪২ টাকা, টমেটো ৪৫ টাকা, ঢেঁড়স ৮৫ টাকা, ঝিঙা ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, কচুর লতি ৬২ টাকা, ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে প্রতি পিস ৩০-৩৫ টাকা, শালগম ৩০ টাকা, মূলা ২০ টাকা, শিম ৩০-৪০ টাকা, কাঁচামরিচ ৬২ টাকায় বিক্রি হচ্ছে। লালশাক, ডাটা, পুঁইশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ টাকায়।

পেঁয়াজ (দেশি-ভারতীয়) বিক্রি হচ্ছে ২৩ ও ২৬ টাকায়। আদা ৭৫-৮০ টাকা, মসুর ডাল ১২৭ টাকা, মুগ ডাল ১১৫ টাকা, ছোলা ৮০ টাকা, সয়াবিন তেল (বোতলজাত) তিন টাকা কমে ১০২ টাকা, খোলা তেল ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগি ১৬৫ টাকা, দেশি মুরগি আকারভেদে ২৫০-৪০০ টাকা, পাকিস্তানি মুরগি ২৫০-৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার অনেকটাই অপরিবর্তিত আছে। আকার ভেদে প্রতি কেজি রুই মাছ ২৫০ টাকা থেকে ৩৫০ টাকা; সরপুঁটি ৩৫০ টাকা থেকে ৪৫০ টাকা; কাতলা ৩৫০ টাকা থেকে ৪০০ টাকা; তেলাপিয়া ১৪০ টাকা ১৮০ টাকা; সিলভার কার্প ১৫০ টাকা থেকে ২০০ টাকা; চাষের কৈ ২০০ টাকা থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাঙ্গাস প্রতি কেজি ১৩০ থেকে ১৮০ টাকা; টেংরা ৬০০ টাকা; মাগুর ৬০০ টাকা থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রকার ভেদে চিংড়ি ৪০০ টাকা থেকে ৮০০ টাকায়; ইলিশ কেজি প্রতি (মাঝারি) ৮০০ টাকা এবং দেড়কেজি ওজনের প্রতিটি ইলিশ ১৮০০ টাকা থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

http://www.dailysangram.com/post/274227