২৯ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১১:৫৬

কুমেকে ছাত্রলীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ ॥ আহত ১০

কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে (নওশাদ-রাহাত) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্য দফায় দফায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত দফায় দফায় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বড় ধরনের সংঘর্ষ এড়াতে কলেজ প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে।
জানা যায়, কলেজ ছাত্রলীগের রাহাত সমর্থিত ২২ তম ব্যাচ এর ছাত্রলীগ কর্মী তারেক, জনি নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ মঙ্গলবার রাত ১টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে নওশাদ গ্রুপের ২৫তম ব্যাচ এর ছাত্রলীগ কর্মী রানা, রুবেল, হৃদয়কে ব্যাপক মারধর করে । এসময় উভয় গ্রুপে সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে নওশাদ গ্রুপের ছাত্রলীগ কর্মীরা রাহাত সমর্থিত কর্মীদের রুমের দরজা বাহিরে থেকে লাগিয়ে দিয়ে ৩০৬ নাম্বার কক্ষে প্রবেশ করে কুমেকের মেডিসিন ক্লাবের সভাপতি শ্যামল, ছাত্রলীগ কর্মী আশিক ও খালেদকে ব্যাপক মারধর করে ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব জানান, মঙ্গলবার রাত দেড়টা থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বুধবার সকালেও ২য় দফা সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
এ বিষয় দৈনিক সংগ্রামকে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন-উজ-জামান চৌধুরী সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বুধবার বিকাল ৪টার মধ্যে ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
http://www.dailysangram.com/post/265211-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A7%87%C2%A0%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%AB%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%86%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%A7%E0%A7%A6