২ মার্চ ২০১৭, বৃহস্পতিবার, ৭:৪৯

এক বছরে ২৬ শিক্ষার্থীকে হত্যা হামলার শিকার ৯০ হাজার

১ মার্চ, মিডল ইস্ট মনিটর : ২০১৬ সালে ইসরাইলি বাহিনী অন্তত ২৬ ফিলিস্তিনী শিক্ষার্থীকে হত্যা করেছে। ওই বাহিনীর গ্রেফতার বা লাঞ্ছনার শিকার হয়েছে ৮৯ হাজার ৭৯৯ শিক্ষার্থী। এছাড়া ৫ হাজার ৫২৮ জন শিক্ষক ও অন্যান্য কর্মজীবীও লাঞ্ছনার শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর দিয়েছে। ফিলিস্তিন সরকার সূত্রে দমনপীড়নের এই পরিসংখ্যান তুলে ধরেছে তারা।

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের করা ওই জরিপভিত্তিক এই প্রতিবেদনকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানায়; হামলা, খুন, গ্রেফতার ও আটকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে প্রাণ হারিয়েছেন ২৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। এছাড়া আহত হয়েছেন ১৮১০ জন শিক্ষার্থী ও ১০১জন শিক্ষক। পশ্চিমতীরে গ্রেফতার করা হয়েছে ১৯৮জনকে। প্রতিবেদনে আরো বলা হয়, ১৬২টি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। কখনো অভিযান, কখনোবা রাবাল বুলেট ও গ্যাস নিক্ষেপ করা হয় স্কুলগুলোতে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো দাবি করা হয়, ৫১ জন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা ইসরায়েলি চেকপোস্টের কারণে দেরী করে স্কুলে আসেন। এতে ক্ষতিগ্রস্ত হয় ৪ হাজার ৮৭৮টি ক্লাস। ২০১৬ সালে সাতজন শিক্ষার্থীকে গৃহবন্দি রাখা হয়। প্রতিবেদন প্রকাশের পর সকল জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায় প্যালেস্টাইনের শিক্ষা মন্ত্রণালয়।

http://www.dailysangram.com/post/273884