২৯ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ১২:০৬

শ্রীপুরে পোশাক শ্রমিক অসন্তোষ: ভাঙচুর, গাছ ফেলে ও আগুন দিয়ে সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গতকাল একটি পোশাক কারখানার শ্রমিকেরা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ করেছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা গাছ ফেলে আগুন দিয়ে মাওনা-ফুলবাড়ীয়া সড়ক অবরোধ করেন।
আন্দোলনরত শ্রমিক ও স্থানীয়রা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কাওরানবাজার এলাকার টুপ্লাস গার্মেন্ট কারখানার শ্রমিকেরা কিছু দিন ধরে কর্তৃপক্ষের কাছে তাদের পাওনা বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন; কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার তারিখ নির্ধারণ করেও শ্রমিকদের পাওনাদি পরিশোধ করেনি। গতকালও ছিল শ্রমিকদের পাওনাদি পরিশোধের পূর্বনির্ধারিত তারিখ। কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী শ্রমিকরা এদিন কাজে যোগ দিতে ও তাদের পাওনাদি পাওয়ার আশায় কারখানায় গিয়ে প্রধান ফটক বন্ধ দেখতে পান। এতে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে কারখানার সামনে জড়ো হয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে কারখানার কাচ ভাঙচুর করে। এ সময় তারা কারখানাসংলগ্ন মাওনা-ফুলবাড়ীয়া সড়কে গাছ ফেলে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে আগামী ১০ জানুয়ারি শ্রমিকদের নভেম্বর ও ডিসেম্বর মাসের পাওনাদি পরিশোধের আশ^াস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশের এসআই বসুমিত্র বড়–য়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত ১৫ তারিখ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। মালিকপক্ষ আগামী ১০ জানুয়ারি শ্রমিকদের পাওনাদি পরিশোধের আশ^াস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

http://www.dailynayadiganta.com/detail/news/182712