২১ এপ্রিল ২০২১, বুধবার, ৫:৫৬

ডা. এম ইদ্রিস আলীর স্ত্রী হাসনা ইদ্রিস মুন্নির ইন্তিকালে গভীর শোক প্রকাশ

সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান উপমহাদেশের অন্যতম শীর্ষ স্পাইন সার্জন ডা. এম ইদ্রিস আলীর স্ত্রী হাসনা ইদ্রিস মুন্নির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ২১ এপ্রিল ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান উপমহাদেশের অন্যতম শীর্ষ স্পাইন সার্জন ডা. এম ইদ্রিস আলীর স্ত্রী হাসনা ইদ্রিস মুন্নি করোনায় আক্রান্ত হয়ে ২১ এপ্রিল দুপুরে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, হাসনা ইদ্রিস মুন্নি একজন জ্ঞানী, দানশীলা ও গুণী মহিলা ছিলেন। তিনি প্রকাশ্য ও গোপনে দান-খয়রাত করতেন। দরিদ্র অসহায় ছাত্রদের শিক্ষার জন্য তিনি অকাতরে অর্থ ব্যয় করতেন। আমি মহান রবের নিকট কায়মনোবাক্যে দোয়া করছি, তিনি যেন তাঁর সকল নেক আমল কবুল করে নেন এবং তাঁকে ক্ষমা করে দিয়ে শাহাদাতের মর্যাদা দান করেন। আমি তাঁর শোকাহত পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য যে, ডা. ইদ্রিস আলী দীর্ঘ ১২ বছর যাবত প্যারালাইস্ড রোগে ভুগছেন এবং সম্প্রতি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউ-তে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। আমি মহান রবের নিকট তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।