১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১০:৫৩

দবিরুল ইসলাম প্রধানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের পিতা জনাব দবিরুল ইসলাম প্রধান ৩১ আগস্ট রাত পৌণে ৮টায় বার্ধক্যজনিত কারণে ৮৫ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ০১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টায় আমানত উল্লাহ ইসলামি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রথম জানাযা এবং সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলার ভেবরা নামক গ্রামের নিজ বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শোকবাণী

জনাব দবিরুল ইসলাম প্রধানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ০১ সেপ্টেম্বর ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি জনাব দবিরুল ইসলাম প্রধানের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন এবং তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।  

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে ঠাকুরগাঁ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান, ঠাকুরগাঁ জেলা শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাকিম ও জেলা সেক্রেটারী জনাব মোঃ আলমগীর বলেন, জনাব দবিরুল ইসলাম প্রধানের ইন্তিকালে আমরা একজন বয়োজ্যেষ্ঠ মুরুব্বীকে হারালাম।

তিনি এলাকায় একজন সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মহান আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।