৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৯:১৯

মাওলানা কাজী আবদুল হালিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার সাবেক ভারপ্রাপ্ত আমীর, উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা কাজী আবদুল হালিম ৬২ বছর বয়সে ৩০ মার্চ রাত সাড়ে ১১টায় ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৩১ মার্চ সকাল ১১টায় নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া নামক তার নিজ গ্রামের বাড়িতে সালাতে জানাযা শেষে তাকে দাফন করা হয়েছে।

শোকবাণী

মাওলানা কাজী আবদুল হালিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৩১ মার্চ ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, মাওলানা কাজী আবদুল হালিম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুণাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে গাইবান্ধা জেলা শাখা জামায়াতের আমীর ডা. আবদুর রহিম সরকার ও সেক্রেটারি জনাব আবদুল করিম গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ব্যক্তিকে হারালাম। আল্লাহ তায়ালা মাওলানা কাজী আবদুল হালিমের জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে স্থান দান করুন।

শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।