১১ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১০:৩৭

অধ্যক্ষ আজিজুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সাবেক আমীর, রংপুর অঞ্চলের টীম সদস্য ও রংপুর মহানগরী শাখা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল ইসলাম ১১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ১২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় জলঢাকা উপজেলার গোলমুণ্ডা ঈদগাহ মাঠে সালাতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য যে, তিনি জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন।

শোকবাণী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার সাবেক আমীর, রংপুর অঞ্চলের টীম সদস্য ও রংপুর মহানগরী শাখা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ১১ ফেব্রুয়ারি ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, নীলফামারী জেলার ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে অধ্যক্ষ আজিজুল ইসলামের বিরাট অবদান রয়েছে। তিনি ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। তার মৃত্যুতে উত্তরাঞ্চলে ইসলামী আন্দোলনের নেতৃত্বে যে শূন্যতার সৃষ্টি হল তা সহজে পূরণ হবার নয়।

শোকবাণীতে তিনি আরো বলেন, অধ্যক্ষ আজিজুল ইসলাম (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।