১ জানুয়ারি ২০২০, বুধবার, ১০:২৩

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আবদুল আউয়াল পাটওয়ারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আবদুল আউয়াল পাটওয়ারী চাঁদপুর আল-আমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় ৭০ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

গত ৩০ ডিসেম্বর বাদ আসর চাঁদপুর নিউ ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদ্রাসার মাঠে সালাতে জানাজা শেষে তাকে মস্তান পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সালাতে জানাযায় ইমামতি করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর সাহেব খাজা অলি উল্যাহ।

জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মাও: আবদুর রহিম পাটওয়ারী ও সেক্রেটারী মাও: বিল্লাল হোসাইন মিয়াজী, চাঁদপুর জেলা শাখা জামায়াতের সাবেক আমীর জনাব এএইচ আহমাদ উল্যাহ মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুহাম্মদ মাহবুবুর রহমান, মরহুমের ছেলে এড: হাসান মাহমুদ, মদিনা বিশ্ববিদ্যালয়ের মুবাল্লিগ আনম নুরুল ইসলাম মাদানী, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা পরিষদের দপ্তর সম্পাদক শামছুদ্দীন, জেলা আ’লীগের সদস্য এড: জসিম উদ্দিন পাটওয়ারী, বিএনপি নেতা খলিলুর রহমান গাজীসহ স্থানীয় জামায়াত, বিএনপি ও আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ বহু মুসল্লী এই সালাতে জানাজায় উপস্থিত ছিলেন।

শোকবাণী

বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ এবিএম আবদুল আউয়াল পাটওয়ারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ১ জানুয়ারি ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, অধ্যক্ষ এবিএম আবদুল আউয়াল পাটওয়ারী (রাহিমাহুল্লাহ)-কে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাকে নিরাপত্তা দান করুন। তাকে সম্মানিত মেহমান হিসেবে কবুল করুন ও তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে নেকিতে পরিণত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।