১৪ সেপ্টেম্বর ২০১৯, শনিবার, ১০:২৯

প্রভাষক জুলফিকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সাতক্ষীরা জেলা শাখা জামায়াতের সাবেক আমীর, সাবেক জাতীয় সংসদ সদস্য মাওলানা আব্দুল খালেক মন্ডলের বড় ছেলে ও আগরদাড়ী আমিনীয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক জুলফিকার (বুলবুল) ৫০ বছর বয়সে ১৪ সেপ্টেম্বর ভোর ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। মরহুমের সম্মানিত পিতা কারাগারে বন্দী থাকায় তার পুত্রের নামাজে জানাযার সময় ও দাফনের স্থান এখনো নির্ধারণ করা হয়নি।

শোকবাণী

প্রভাষক জুলফিকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ আজ ১৪ সেপ্টেম্বর ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, “প্রভাষক জুলফিকারের (রাহিমাহুল্লাহ)-জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।”