১৭ আগস্ট ২০১৯, শনিবার, ৭:৫৩

এডভোকেট মোহাম্মদ যুবায়েরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ ইসলামী ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের জেনারেল সেক্রেটারী এডভোকেট নজরুল ইসলামের ৩য় পুত্র এডভোকেট মোহাম্মদ যুবায়ের লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগ ভোগের পরে শ্যামলীর নিজ বাসায় আজ ১৭ আগস্ট সকাল ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিঊন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও বৃদ্ধ পিতাসহ বহু-আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। আজ ১৭ আগস্ট বাদ আছর শ্যামলী মমতাজ মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

শোকবাণী

এডভোকেট মোহাম্মদ যুবায়েরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জনাব মকবুল আহমাদ গত ১৭ আগস্ট ২০১৯ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, এডভোকেট মোহাম্মদ যুবায়ের ইন্তেকালে একজন আপনজনকে হারানোর গভীর বেদনা অনুভব করছি। আল্লাহ তার পরিবার-পরিজনদের হেফাজত করুন।

তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসে দাখিল করার জন্য তিনি আল্লাহর নিকট দোয়া করেন এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।