৪ ফেব্রুয়ারি ২০১৭, শনিবার, ৮:১৩

গ্রেফতারকৃত ২৮ জন পর্দানশীন ধর্মভীরু মহিলাদের নিয়ে উপ-কমিশনার বিপ্লব কুমার সরকারের অসত্য বক্তব্যের প্রতিবাদ

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার গত ৩ ফেব্রুয়ারী সকালে মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতারকৃত ২৮ জন পর্দানশীন ধর্মভীরু মহিলা “নাশকতার উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে অবৈধ পন্থায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন” মর্মে যে ভিত্তিহীন অসত্য বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৪ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতারকৃত ২৮ জন পর্দানশীন ধর্মভীরু মহিলা নাশকতার উদ্দেশ্যে এবং পরিকল্পিতভাবে অবৈধ পন্থায় সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলেন’ মর্মে যে মন্তব্য করেছেন তা সর্বৈব মিথ্যা। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই।

এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো, মোহাম্মদপুর থেকে গ্রেফতারকৃত মহিলাগণ পবিত্র কুরআন-হাদীস নিয়ে আলোচনার জন্য একটি বাসায় সমবেত হয়েছিলেন। পুলিশ তাদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। তারা সম্পূর্ণ নির্দোষ। পুলিশ মানবাধিকার লংঘন করে তাদের দু’দিনের জন্য রিমান্ডে নিয়ে তাদের প্রতি চরম জুলুম করছে। পর্দানশীন ধর্মভীরু মহিলাদের অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জুলুম-নির্যাতন করার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

মোহাম্মদপুর থেকে গ্রেফতারকৃত ২৮ জন পর্দানশীন ধার্মিক মহিলাকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”