১১ অক্টোবর ২০১৫, রবিবার, ৩:৫৫

মাওলানা রফিকুল ইসলামকে অবিলম্বে তার পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেয়ার আহ্বান

সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলামকে অবিলম্বে তার পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে প্রদত্ত এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেন, “অধ্যাপক রফিকুল ইসলামের জন্য তার স্ত্রী, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনযাপন করছেন।
গত ১ অক্টোবর মাওলানা রফিকুল ইসলামকে ঢাকা আসার পথে সাভার থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়। কিন্তু তারপর আজ ১১ দিন অতিবাহিত হলেও তাকে আটক করার কথা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অস্বীকার করছে। তিনি এখন কোথায় ও কি অবস্থায় আছেন তা জানানোর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
তাকে আটক করার পর আটকের কথা অস্বীকার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ও মানবাধিকার লঙ্ঘন করছে। সরকারের এহেন অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
মাওলানা রফিকুল ইসলামকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবার-পরিজনদের নিকট ফিরিয়ে দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”