১৭ অক্টোবর ২০১৫, শনিবার, ৩:৫০

জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে তথ্য বিকৃতি চালানো থেকে বিরত থাকার আহ্বান

মানবকণ্ঠ পত্রিকার রিপোর্টের বরাত দিয়ে গত ১৬ অক্টোবর আমাদের সময় ডট কম অনলাইন পত্রিকায় “এবার জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুলের বিরুদ্ধে মামলার দাবী।” শিরোনামে প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রটারী জেনারেল ডা: শফিকুর রহমান বলেন, “আমাদের সময় ডটকম অনলাইন পত্রিকায় জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা।
এ রিপোর্টের জবাবে আমাদের স্পষ্ট বক্তব্য হলো সাধারণ মানুষের বাড়ী-ঘরে অগ্নিসংযোগ, মালামাল লুটপাট, মুক্তিযোদ্ধাদের হত্যা এবং নারী ধর্ষণের সাথে জনাব মকবুল আহমাদ কখনো জড়িত ছিলেন না।
মাওলানা ওয়াজেদ আলী ও খুশিপুর গ্রামের আহসান উল্লাহকে, অন্য এক মুক্তিযোদ্ধাকে এবং ১০ জন হিন্দু ও একজন মুসলমানকে হত্যার ঘটনার সঙ্গে জনাব মকবুল আহমাদের কোন সম্পর্ক নেই। তার ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে স্বাধীনতার ৪৪ বছর পর একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে। এভাবে তথ্য বিকৃতি করে অপপ্রচার চালিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তাই জনাব মকবুল আহমাদের বিরুদ্ধে তথ্য বিকৃতি চালানো থেকে বিরত থাকার জন্য আমি আমাদের সময় ডট কম অনলাইন পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”