১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার, ১১:২৭

সরকার দেশে একদলীয় স্বৈরশাসন কায়েমের পায়তারা করছে

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার অভিযান চালিয়ে গত রাতে চুয়াডাঙ্গা পৌরসভা জামায়াতের আমীর জনাব মফিজুর রহমান জোয়ারদারসহ ৫ জন কর্মীকে ও সাতক্ষীরায় ৯ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৩ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার সারা দেশে গ্রেফতার অভিযান চালিয়ে জামায়াত এবং ছাত্রশিবিরসহ বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে জেলে আবদ্ধ করে রেখে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিদিনই গ্রেফতার অভিযান চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জুলুম-নির্যাতন চালাচ্ছে। সরকার গণতন্ত্র ও আইনের শাসন নির্বাসনে পাঠিয়ে দেশে একদলীয় স্বৈরশাসন কায়েমের পায়তারা করছে। দেশে হত্যা, সন্ত্রাস, ছিনতাই, ডাকাতি অব্যাহতভাবে চলছে। সেদিকে সরকারের কোন নজর নেই। সরকার বিরোধীদলের নেতা-কর্মীদের গ্রেফতার করে অন্যায়ভাবে শক্তির জোরে ক্ষমতায় থাকার চক্রান্তে লিপ্ত। সরকারের গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

গ্রেফতার অভিযান বন্ধ করে চুয়াডাঙ্গা পৌরসভা জামায়াতের আমীর জনাব মফিজুর রহমান জোয়ারদারসহ জামায়াত ও ছাত্রশিবিরের সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”