৪ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ১০:৪২

কক্সবাজার জামায়াতের কার্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা

কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে ও ছাত্রদের একটি মেসে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৪ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আওয়ামী লীগের অংগ সংগঠন ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।
ছাত্রলীগের সন্ত্রাসীরা গত ৩ ডিসেম্বর দিবাগত রাতে কক্সবাজার জেলা জামায়াতের অফিসে এবং তৎসংলগ্ন ছাত্রদের একটি মেসে হামলা চালিয়ে অগ্নি সংযোগ করেছে ও তার আশে-পাশের দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করেছে। ছাত্রলীগের সন্ত্রাস, মারামারি, খুনাখুনি, টেন্ডারবাজী, চাঁদাবাজী, ছিনতাই, গুম, অপহরণ, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্যের কারণে শিক্ষাঙ্গণে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। হেন কোন অপরাধ নেই যা ছাত্রলীগের নেতা-কর্মীরা করে না। তাদের জুলুম-নির্যাতন, অত্যাচারে দেশের ছাত্রসমাজ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের সন্ত্রাসী তাণ্ডবের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য আমি দেশের ছাত্র সমাজের প্রতি আহŸান জানাচ্ছি।
কক্সবাজার জেলা জামায়াতের অফিসে এবং ছাত্রদের মেসে হামলা ও অগ্নি সংযোগের ঘটনার সাথে জড়িত ছাত্রলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”