৫ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১০:৪১

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে

আজ ৫ ডিসেম্বর দৈনিক জনকণ্ঠ পত্রিকার শেষ পৃষ্ঠায় “জামায়াত ও যুদ্ধাপরাধী গোষ্ঠী লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত” শিরোনামে এবং কালের কণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “আইএসআইয়ের চর জেএমবি” শিরোনামে প্রকাশিত দু’টি রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে ভিত্তিহীন মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারী অধ্যাপক মোঃ তাসনীম আলম আজ ৫ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “দৈনিক জনকণ্ঠ ও কালেরকণ্ঠ পত্রিকায় প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব তথ্য পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।
দৈনিক জনকণ্ঠের রিপোর্টে ‘লন্ডনে বসে ষড়যন্ত্রে লিপ্ত জামায়াত। তারা উৎখাত করতে চান শেখ হাসিনা ও তার সরকারকে। লন্ডনে বসে ছক কষছেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক’ মর্মে যে সব কথা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা। এ সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। কোন ধরনের ষড়যন্ত্রের রাজনীতিতে জামায়াত বিশ্বাস করে না। কাজেই লন্ডনে বসে জামায়াতের শেখ হাসিনা ও তার সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র করার প্রশ্নই আসে না এবং লন্ডনে বসে ব্যারিস্টার আবদুর রাজ্জাকের ছক কষার প্রশ্ন অবান্তর। জামায়াতের সাথে কোন জঙ্গী সংগঠনের সম্পর্ক নেই। জামায়াতের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই দৈনিক জনকণ্ঠের রিপোর্টে জামায়াতের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছে।
কালের কণ্ঠ পত্রিকার রিপোর্টে ‘আইএস আইয়ের চর হিসেবে বরাবরই জামায়াতÑশিবিরের শীর্ষ স্থানীয় নেতাদের অনেকেই কাজ করে থাকেন।’ মর্মে যে কথা লেখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জামায়াত ও ছাত্রশিবিরের ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই এ বিভ্রান্তিকর মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে। এ ধরনের মিথ্যা তথ্য পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
তাই জামায়াতের বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ ও কালের কণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহŸান জানিয়ে আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”