১৪ ডিসেম্বর ২০১৭, বৃহস্পতিবার, ৮:৩৪

জাতীয় জীবনে ‘মহান বিজয় দিবস’ এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম

১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান

১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৪ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি প্রদান করেছেনঃ-

“১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’। আমাদের জাতীয় জীবনে এ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেই সব বীর মুক্তিযোদ্ধাসহ সমগ্র জাতির অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেও মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

জাতি এমন এক সময় ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে যখন দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূল অর্জন গণতন্ত্রকে হারিয়ে সমাজ আজ এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশে বিরাজমান বর্তমান রাজনৈতিক সংকট থেকে দেশকে উদ্ধার করার একমাত্র পথ নিরপেক্ষ কেয়ার টেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার পদক্ষেপ গ্রহণ করা। এ জন্য বিরোধী দলগুলোর সাথে সরকারের আলাপ-আলোচনার কোন বিকল্প নেই। আলাপ-আলোচনা ব্যতীত অতীতে যেমন কোন সমস্যার সমাধান হয়নি; তেমনি বর্তমান সংকটেরও সমাধান হবে না। তাই উদার মনোভাব নিয়ে আলাপ-আলোচনার উদ্যোগ সরকারকেই গ্রহণ করতে হবে।
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে তখনই একটি ইসলামী সমাজ গড়ার মাধ্যমে জাতি সত্যিকারের মুক্তি এবং কল্যাণ লাভ করতে সক্ষম হবে। আল্লাহ যাতে একটি ইসলামী সমাজ গড়ার ব্যাপারে আমাদের সাহায্য ও বিজয় দান করেন এ কামনাই করছি।

ব্যাপক ভিত্তিক জাতীয় ঐক্য গড়ে তুলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে হেফাজতের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা ও দোয়ার মাহফিলসহ নানাবিধ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ১৬ই ডিসেম্বর ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে ‘মহান বিজয় দিবস’ উপলক্ষ্যে আমি দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং দেশবাসী সকলের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।”