১০ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ১০:৩৯

জামায়াত ও ছাত্রশিবিরের তিন জন নেতা-কর্মীকে জেলগেট থেকে পুনঃরায় গ্রেফতার করার তীব্র নিন্দা

চট্টগ্রাম মহানগরী জামায়াতের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক আহসান উল্লাহ এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সেক্রেটারী এনামুল হক ও চট্টগ্রাম উত্তর জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা মোঃ মোস্তফাকে আজ ১০ ডিসেম্বর জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে পুনঃরায় মিথ্যা মামলায় গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আজাদ আজ ১০ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার জামায়াত নেতা অধ্যাপক আহসান উল্লাহ এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সেক্রেটারী এনামুল হক ও চট্টগ্রাম উত্তর জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতা মোঃ মোস্তফাকে অন্যায়ভাবে জেলগেট থেকে পুনঃরায় গ্রেফতার করেছে।
তারা মামলায় জামিন পাওয়া সত্তে¡ও সরকার তাদের মুক্তি না দিয়ে মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানী করছে। অধ্যাপক আহসান উল্লাহকে এই নিয়ে দু’বার জেলগেট থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের অন্যায়ভাবে জেলগেট থেকে গ্রেফতার করে সরকার আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছে। সরকারের এহেন ন্যাক্কারজনক আচরণ গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী।
গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে অধ্যাপক আহসান উল্লাহসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”