১৮ ডিসেম্বর ২০১৫, শুক্রবার, ৩:০১

ছাত্রশিবিরের ৩ জন নেতা-কর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করার অপচেষ্টার তীব্র নিন্দা

আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতারকৃত জয়পুরহাট জেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবুযর গিফারী ও সেক্রেটারী ওমর আলীসহ ৩জনকে গত ১৭ ডিসেম্বর পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করার অপচেষ্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী ইসলামী ছাত্রশিবিরের জয়পুরহাট জেলা শাখার সভাপতি আবুযর গিফারী ও সেক্রেটারী ওমর আলীসহ তিনজনকে পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় নৃশংসভাবে হত্যা করার উদ্দেশ্যেই তাদের গুলি করেছে। সৌভাগ্যক্রমে তারা গুরুতরভাবে আহত হয়ে এখনো বেঁচে আছে।
গত ৮ ডিসেম্বর জয়পুরহাট থেকে ঢাকা আসার পথে উত্তরার আবদুল্লাহপুর থেকে ছাত্রশিবিরের নেতা আবুযর গিফারী ও ওমর আলীকে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী অন্যায়ভাবে আটক করে তাদের অজ্ঞাত স্থানে নিয়ে লুকিয়ে রাখে এবং তাদের আটক করার কথা অ¯^ীকার করতে থাকে। দীর্ঘ ৯দিন পর গত ১৭ ডিসেম্বর তাদের গ্রেফতার দেখিয়ে হাতে অস্ত্র দিয়ে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনী একটি নাটক সাজিয়ে তাদের নির্মমভাবে গুলি করে গুরুতর আহত করে জয়পুরহাট হাসপাতালে ভর্তি করেছে। তাদের অবস্থা আশংকাজনক। তাদের গ্রেফতার অবস্থায় পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় হত্যা করার যে ষড়যন্ত্র সরকার করেছে তার নিন্দা জানানোর কোন ভাষা নেই। সরকারের এ অন্যায় ও অমানবিক নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা এবং দেশবাসীর প্রতি আহŸান জানাচ্ছি।
ইসলামী ছাত্রশিবিরের নেতা আবুযর গিফারী ও ওমর আলীসহ তিনজনকে অপহরণ করে গুলি করে হত্যার অপচেষ্টার মত বেআইনী কর্মকাণ্ডের সাথে জড়িত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবিলম্বে চাকুরীচ্যুত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”