১২ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার, ২:৪৯

নিমতলী মন্দিরে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা

গত ১১ জানুয়ারী দুপুরে রাজধানী ঢাকার পূর্ব-মেরুল বাড্ডার নিমতলী মন্দিরে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ১২ জানুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “পূর্ব-মেরুল বাড্ডার নিমতলী মন্দিরে পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
গত ১১ জানুয়ারী পূর্ব-মেরুল বাড্ডার নিমতলী মন্দিরে প্রকাশ্য দিবালোকে একজন মুসলমানের নিকট থেকে পবিত্র কুরআন মাজিদ ছিনিয়ে নিয়ে পোড়ানোর ঘটনায় সকল ধর্মপ্রাণ মুসলমান গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। বাংলাদেশের মত একটি জনবহুল মুসলিম দেশে একজন হিন্দু ও তার সহযোগীদের কর্তৃক পবিত্র কুরআন পোড়ানোর মত ঔদ্বত্যপূর্ণ ঘটনা কিছুতেই মেনে নেয়া যায় না।
পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার বিচারের দাবীতে গত রাতেই মুসল্লীরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শান্তিপূর্ণ বিক্ষোভ অব্যাহত রাখার জন্য আমি সকল মুসলমান ও বিভেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করে কেউ যাতে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।
আমি আবারো পূর্ব-মেরুল বাড্ডায় ‘পবিত্র কুরআন মাজিদ পোড়ানোর ঘটনার’ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”