১৭ নভেম্বর ২০১৭, শুক্রবার, ৭:১৪

পবিত্র কুরআন শিক্ষার মাহফিল থেকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র প্রতিবাদ

জামায়াতকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই সরকার কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈন উদ্দিন আহমাদসহ ১৫ জন নেতা-কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে

আজ ১৭ নভেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মুহাম্মাদ মাঈন উদ্দিন আহমাদসহ ১৫ জন নেতা-কর্মীকে পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১৭ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার হীন উদ্দেশ্যেই সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের গ্রেফতার করছে। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নেতৃবৃন্দকে পবিত্র কুরআন শিক্ষা ও দোয়ার মাহফিল থেকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। এ থেকে সরকারের ইসলাম বিরোধী ভূমিকা জাতির সামনে আবারও প্রমাণিত হল।

সরকার দেশ থেকে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেশে একদলীয় শাসন কায়েমের জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আর তা বাস্তবায়নের উদ্দেশ্যেই সারা দেশে সরকার জামায়াতসহ বিরোধী দলের নেতা-কর্মীদের অব্যাহতভাবে গ্রেফতার করছে। জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে ফুটে উঠেছে।

সরকার জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করে জাতির ঘাড়ে দুঃশাসন চাপিয়ে দিয়েছে। সরকারের স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মুহাম্মাদ মাঈন উদ্দিন আহমাদসহ জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”