৩ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১২:০৬

পবিত্র কুরআন মাজিদের পাতা ছেঁড়ার ঘটনার সাথে জামায়াতে ছাত্রশিবিরের কারো কোন সম্পর্ক নেই

চট্টগ্রাম দক্ষিণ সাংগঠনিক জেলার সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় সম্প্রতি দুর্বৃত্তরা বিভিন্ন মসজিদে পবিত্র কুরআন মাজিদের পাতা ছিড়ে তার সাথে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের জড়িয়ে মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের ফাঁসানোর ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ৩ ফেব্রæয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন মসজিদে পবিত্র কুরআন মাজিদের পাতা ছেঁড়ার ঘটনার সাথে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কারো কোন সম্পর্ক নেই।
ইসলাম বিরোধী দুর্র্বৃত্তরা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে মিথ্যা মামলায় ফাঁসানোর হীন উদ্দেশ্যেই এ ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পূর্বেই স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য আইনানুগ পদক্ষেপ গ্রহণ এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নির্দোষ নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানাচ্ছি।”