৭ ফেব্রুয়ারি ২০১৬, রবিবার, ১১:১৪

নড়াইলের নির্বাচিত ভাইস-চেয়ারম্যানকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করার তীব্র নিন্দা

নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব ওবায়দুল্লাহ কায়সার দীর্ঘ ৮ মাস জেল খাটার পর আজ ৭ ফেব্রুয়ারী বিকালে মুক্তি লাভ করার সাথে সাথে নড়াইল জেলগেট থেকে তাকে মিথ্যা মামলায় পুনরায় সরকারের গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ০৭ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব ওবায়দুল্লাহ কায়সার জামিনে মুক্তি লাভ করার পর তাকে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করার মাধ্যমে সরকার গণতন্ত্র ও আইনের শাসনের প্রতি অবজ্ঞা এবং অশ্রদ্ধা প্রদর্শন করেছেন।

জনাব ওবায়দুল্লাহ কায়সরার একজন নির্বাচিত জনপ্রিয় জনপ্রতিনিধি। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে দীর্ঘ ৮ মাস কারাগারে বন্দি রেখে তার প্রতি চরম জুলুম করেছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে এভাবে বন্দি করে জেলে রেখে তার সেবা থেকে জনগণকে বঞ্চিত করা সম্পূর্ণ অন্যায়, অগণতান্ত্রিক ও মানবতা বিরোধী কাজ। সরকারের এহেন জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে নড়াইল সদর উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস-চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা জনাব ওবায়দুল্লাহ কায়সারসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতাকৃত সকল নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”