৩০ অক্টোবর ২০১৭, সোমবার, ৪:৩৭

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ

২০ দলীয় জোট নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিভিন্ন স্থানে বাধা সৃষ্টি করার ঘটনায় তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ৩০ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “মিয়ানমারের সেনাবাহিনী কর্তৃক রাখাইনের মুসলমানদের হত্যা, তাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়া এবং যুবকদেরকে গুম ও হত্যা করার পরিপ্রেক্ষিতে রাখাইনের অসহায় মুসলমানরা প্রাণের ভয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এ পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজন ছিল জাতীয় ঐক্যের। কিন্তু জন সমর্থনহীন এ সরকার চরম মানবতাবিরোধী এ ঘটনার প্রতি কোন ভ্রুক্ষেপই করছে না।

বেগম খালেদা জিয়া অসহায় এসব মুসলমানদের মধ্যে ত্রাণ-সামগ্রী বিতরণের জন্য গাড়ি বহর নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ফেনীর নিকট তার গাড়ি বহরে সশস্ত্র দুর্বৃত্তরা হামলা চালায়। এতে বিএনপির বেশ কয়েকজন কর্মী এবং সাংবাদিকরা আহত হন। কারা এ হামলা চালিয়েছে তা ছবিসহ মিডিয়ায় প্রকাশিত হয়েছে। অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বিএনপির কর্মীরাই গাড়ি বহরে হামলা চালিয়েছে বলে যে ছেলেমি মন্তব্য করেছেন তা অত্যন্ত লজ্জাজনক। এ হামলার দ্বারা সরকার নিজেই দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমি সরকারের এ ধরনের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করছি।

কোন দুর্ঘটনা ঘটলে সরকারের কাজ হল তা তদন্তের জন্য নির্দেশ দেয়া এবং বিচার সাপেক্ষে দুর্বত্তদের যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। কিন্তু তা না করে যদি তদন্তের পূর্বেই সেই ঘটনার জন্য অপর কাউকে দায়ী করা হয়, তাহলে দেশে এ জাতীয় ধ্বংসাত্মক কর্মকাণ্ড বেড়ে যাবে এবং প্রকৃত দোষী ব্যক্তিরা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে আরও উৎসাহিত হবে।

জনসমর্থনহীন এ সরকার একদিকে নির্বাচনের কথা বলছে, অন্য দিকে বিরোধী দলকে সভা-সমাবেশ এবং ঘরোয়া বৈঠক পর্যন্ত করতে দিচ্ছে না। সরকারের এহেন আচরণের দ্বারা গণতন্ত্র এবং দেশের উন্নয়ন দারুনভাবে ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী কর্মকাণ্ড কখনো জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। আমি দেশবাসীকে এ চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।

এ হামলায় বিএনপির যে সকল কর্মী ও সাংবদিকগণ আহত হয়েছেন তাদের আশু সুস্থতার জন্য দোয়া করছি। সেই সাথে গাড়ি বহরে হামলাকারী সশস্ত্র দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।”