২৪ ফেব্রুয়ারি ২০১৬, বুধবার, ১১:০৭

জেএমবির সাথে জামায়াতের কোন সম্পর্ক নেই

দৈনিক জনকণ্ঠ পত্রিকার ১ম পৃষ্ঠায় “জেএমবি নামিয়েছে জামায়াত” শিরোনামে আজ ২৪ ফেব্রুয়ারী প্রকাশিত ভিত্তিহীন মিথ্যা রিপোর্টের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ২৪ ফেব্রুয়ারী প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “জেএমবির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন সম্পর্ক নেই। তাই জামায়াতের জেএমবি নামানোর প্রশ্নই আসে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারার রাজনীতিতে বিশ্বাস করে। তাই অনিয়মতান্ত্রিক ও অগণতান্ত্রিক ধারার কোন দলের সাথে জামায়াতে ইসলামীর সম্পর্ক থাকার প্রশ্ন সম্পূর্ণ অবান্তর।

পঞ্চগড়ের দেবীগঞ্জের সপ্ত গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেনের সাথে ইসলামী ছাত্রশিবিরের কোন সম্পর্ক নেই। জনকণ্ঠের রিপোর্টে উল্লেখিত খলিলুর রহমান ওরফে খলিল প্রধান কখনো জামায়াতের কর্মী ছিল না। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার হীন উদ্দেশ্যেই জনকণ্ঠের রিপোর্টে তাকে জামায়াত কর্মী ছিল বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা প্রচারণা চালানো থেকে বিরত থাকার জন্য আমি দৈনিক জনকণ্ঠ পত্রিকা কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে আমি আশা করছি যে, তারা অত্র প্রতিবাদটি যথাস্থানে ছেপে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।”