১ অক্টোবর ২০১৭, রবিবার, ৮:৪০

অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

জন সমর্থনহীন সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যেই সারাদেশে গ্রেফতার অভিযান চালাচ্ছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মোঃ বদরুদ্দিন এবং গাজিপুর মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ হোসেন আলীকে গত ২৯ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এবং সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ আজ ১ অক্টোবর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অসৎ উদ্দেশ্যেই ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ বদরুদ্দিন ও গাজিপুর মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ হোসেন আলীকে কোন কারণ ছাড়াই পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করেছে। ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও তাদের আদালতে হাজির না করে পুলিশের হেফাযতে রেখে তাদের উপর অমানবিকভাবে নির্যাতন চালানো হয়।

সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার যে ষড়যন্ত্র চালিয়ে আসছে তারই অংশ হিসেবে সারা দেশে জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। জামায়াতের নেতা-কর্মীদের গ্রেফতার করার মধ্য দিয়ে সরকারের ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। জন সমর্থনহীন এ সরকার অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার উদ্দেশ্যেই সারা দেশে গ্রেফতার অভিযান চালাচ্ছে। সরকারের কর্তৃত্ববাদী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি।

ফরিদপুর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মোঃ বদরুদ্দিনসহ সারা দেশে জামায়াতের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”

জেলা নেতৃবৃন্দের বিবৃতিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মোঃ বদরুদ্দিন এবং গাজিপুর মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ হোসেন আলীকে গত ২৯ সেপ্টেম্বর পুলিশের অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী জনাব মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অঞ্চল পরিচালক জনাব শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জনাব মোঃ খালেস ও পৌর আমীর ইমতিয়াজ উদ্দিন আহমদ আজ ১ অক্টোবর এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তারা অবিলম্বে অধ্যক্ষ মোঃ বদরুদ্দিন ও জনাব মোঃ হোসেন আলীকে মুক্তি প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।