১৩ এপ্রিল ২০১৬, বুধবার, ৭:০৩

ঝিনাইদহে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের পুলিশ একের পর এক তুলে নিয়ে হত্যা করছে

আজ ১৩ এপ্রিল ঝিনাইদহের একটি আদালতে হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে ঝিনাইদহ শহর জামায়াতের সেক্রেটারী জনাব আতিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের দুজন কর্মীকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ ১৩ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “ঝিনাইদহ শহর জামায়াতের সেক্রেটারী জনাব আতিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের ২জন কর্মীকে আদালতে হাজিরা দিয়ে বাড়ী ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে দিয়ে তাদের তুলে নিয়ে যাওয়ার পর এখন তাদের গ্রেফতার করার কথা পুলিশের অস্বীকার করায় যাদের পুলিশ তুলে নিয়ে গেছে তাদের পরিবার-পরিজন গভীরভাবে উদ্বিগ্ন।

ঝিনাইদহ শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারী এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মী মোঃ আলমগীর ও হাফিজুর রহমানকে আজ ১৩ এপ্রিল ডিবি পুলিশের পরিচয় দিয়ে তুলে নেয়ার পর তাদের গ্রেফতার করার কথা পুলিশের অস্বীকার করার ঘটনায় আমরা গভীরভাবে উৎকণ্ঠিত। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, ঝিনাইদহে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের পুলিশ একের পর এক তুলে নিয়ে তাদের পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অমানবিক ও বেআইনী আচরণের কারণে আজকে যাদেরকে পুলিশ তুলে নিয়ে গেছে তাদের ব্যাপারে আমরা সংকিত।

কেউ অন্যায় করলে তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার করা সরকারের দায়িত্ব। কিন্তু কাউকে গ্রেফতার করে গোপনে হত্যা করার কোন এখতিয়ার কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এভাবে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতার করে তাদের গোপনে একের পর এক হত্যা করে সরকার এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের আইন, সংবিধান ও মানবাধিকার লংঘন করছে। এ ধরনের অসাংবিধানিক, বেআইনী ও মানবতাবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশের জনগণ এবং সকল মানবাধিকার সংস্থার প্রতি আহ্বান জানাচ্ছি।

ঝিনাইদহ শহর জামায়াতের সেক্রেটারী জনাব আতিকুর রহমান ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী মোঃ আলমগীর এবং হাফিজুর রহমানকে অবিলম্বে মুক্তি দিয়ে তাদের পরিবার-পরিজনদের কাছে ফেরত দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”