২৫ এপ্রিল ২০১৬, সোমবার, ১১:১২

ড: মাসুদকে পুনরায় গ্রেফতার করে সরকার দেশের উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন

হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ড: মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদকে গতকাল ২৪ এপ্রিল দিবাগত রাত ৮টা ১০ মি: ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে পুনরায় গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ২৫ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী ড: মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদকে গত ২৪ এপ্রিল রাত ৮.১০ মিঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে পুনরায় গ্রেফতার করে সরকার দেশের উচ্চ আদালতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছেন।

ডঃ মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। সরকার তার বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে তাকে গত ১৯ মাস যাবত কারাগারে অন্যায়ভাবে বন্দী করে রেখে তার উপর চরম জুলুম করেছে। দেশে আজ ন্যায় বিচার ও আইনের শাসন বলতে কিছুই অবশিষ্ট্য নেই। সরকার গায়ের জোরে দেশে স্বৈরশাসন চালিয়ে চরমভাবে মানবাধিকার লংঘন করছে। সরকারের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশী-বিদেশী সকল মানবাধিকার সংস্থা ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

জুলুম-নির্যাতন ও টালবাহানা বন্ধ করে ডঃ শফিকুল ইসলাম মাসুদকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”