৩০ এপ্রিল ২০১৬, শনিবার, ১০:৫৪

মাওলানা নিজামীর মুক্তির দাবিতে আগামী ২রা মে সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী ২রা মে সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান আজ ৩০ এপ্রিল প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশ্যেই জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে অন্যায়ভাবে বন্দী করে রেখেছে।

মাওলানা মতিউর রহমান নিজামী একজন প্রবীণ রাজনীতিবিদ, প্রখ্যাত আলেমে দ্বীন ও সাবেক মন্ত্রী। তিনি পাবনা জেলার সাাঁথিয়া ও বেড়া নির্বাচনী এলাকা থেকে ১৯৯১ এবং ২০০১ সালে দুইবার বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদে জাতির স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নির্বাচনী এলাকার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং নির্বাচনী এলাকার সর্বস্তরের জনগণ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। বহু মুক্তিযোদ্ধা তাকে নির্বাচনে বিজয়ী করার জন্য বিশেষ ভূমিকা পালন করেছেন। তখন তার বিরুদ্ধে ১৯৭১ সালের ভূমিকা নিয়ে কেউ কোন প্রশ্ন তুলেনি। ১৯৭১ সালের পর তার বিরুদ্ধে মামলা তো দূরের কথা বাংলাদেশের কোন থানায় একটি জিডি পর্যন্ত হয়নি। তাকে রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দলীয় লোকদের দ্বারা মিথ্যা সাক্ষী দেয়ায়ে তাকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার ষড়যন্ত্র করছে।

সরকার তাকে ২০১০ সালের ২৯ জুন থেকে মিথ্যা মামলায় কারাগারে আটক রেখে কষ্ট দিচ্ছে। দেশী-বিদেশী বিভিন্ন মহল থেকে তাকে অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য বার বার দাবি জানানো সত্ত্বেও সরকার তাকে মুক্তি না দিয়ে আটক করে রেখেছে। পরিচ্ছন্ন স্বভাব, উন্নত নৈতিক চরিত্র, গভীর দেশপ্রেম, বিচক্ষণ ও দুরদর্শী নেতৃত্ব এবং বিশেষ করে জনগণের কল্যাণ চিন্তাই যার আজীবনের লালিত স্বপ্ন ও সাধনা, জাতির এই কঠিন মুহূর্তে তার মত নেতৃত্বের খুবই প্রয়োজন। অতএব, আর কালবিলম্ব না করে অবিলম্বে তাকে নিঃশর্তভাবে মুক্তি প্রদানের জন্য আমি জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, সাবেক মন্ত্রী ও মজলুম জননেতা মাওলানা মতিউর রহমান নিজামীর অবিলম্বে মুক্তির দাবিতে আমি আগামী ২রা মে সোমবার দেশব্যাপী শান্তিপুর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”